X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মুম্বাই টেস্ট জিততে ভারতের প্রয়োজন ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২১, ১৮:৪০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:৪৩

মুম্বাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট চতুর্থ দিন গড়ানোর জন্য কৃতিত্ব পেতেই পারে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৬২ রানে গুটিয়ে যাওয়ার পর হারই তাদের নিয়তি হয়ে দাঁড়ায়। তার পরেও ৫৪০ রানের অসম্ভব লক্ষ্যের বিপরীতে লড়াই করে ৫ উইকেটে ১৪০ রানে তৃতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড।

চতুর্থ দিন ভারতের জয়ের জন্য প্রয়োজন ৫ উইকেট। এখন দেখার বিষয় হলো, কিউইরা কতক্ষণ লড়াইটা টিকিয়ে রাখতে পারে।

৬২ রানে গুটিয়ে দেওয়ার পর ভারত ফলোঅন করায়নি কিউইদের। বরং ব্যাটিং নেমে ৭ উইকেটে ২৭৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ছিলেন এই ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক। চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে গড়েন ১০৭ রানের জুটি। ওপেনিং জুটি ভাঙে মায়াঙ্ক ৬২ রানে ফিরলে। তার পর স্কোরবোর্ড সমৃদ্ধ করেছেন চেতেশ্বর পূজারা (৪৭) ও শুভমান গিল (৪৭)। অধিনায়ক কোহলির ইনিংস ৩৬ রানের বেশি স্থায়ী হয়নি। দুপুরের সেশনেই দ্রুত গতিতে রান তোলাতে মনোযোগী ছিল ভারত। প্যাটেলের ইনিংসের দিকে খেয়াল রাখলেই তা আরও বেশি স্পষ্ট হয়ে যায়। ২৬ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত থাকেন ৪১ রানে। তার কল্যাণে ২১.১ ওভারে ভারত তুলেছে ১২৬ রান।

কিউই স্পিনার এজাজ প্যাটেল এই ইনিংসেও ৪ উইকেট নেন ১০৬ রানের বিনিময়ে। ২২৫ বামহাতি এই স্পিনার এই টেস্টে রানের বিনিময়ে নিয়েছেন ১৪টি উইকেট। যা ভারতের বিপক্ষে কোনও প্রতিপক্ষ বোলারের সেরা বোলিং।  

৫৪০ রানের অসম্ভব লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ড কোনওভাবেই নিজেদের দৃঢ়তা দেখাতে পারেনি। স্কোরবোর্ডে ৫৫ রান জমতে সাজঘরে ফেরেন টম ল্যাথাম, উইল ইয়াং ও রস টেলর। শুরুর ধসটা এনে দেন রবীচন্দ্রন অশ্বিন। এর পর ড্যারিল মিচেল প্রতিরোধ গড়ে খেলেছেন কিছুক্ষণ। ৯২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬০ রান করেছেন। অক্ষর প্যাটেল তাকে সাজঘরে ফেরালে নড়বড়ে হয়ে পড়ে কিউইদের প্রতিরোধ। নতুন নামা টম ব্লান্ডেলকেও ফিরতে হয়েছে দ্রুত। ক্রিজে আছেন হেনরি নিকোলস (৩৬) ও রাচিন রবীন্দ্র (২)।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে