X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভারত বসলো টেস্টের সিংহাসনে

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২১, ২১:১৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২১:২২

মুম্বাই টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। জয়ের উল্লাসের মাঝেই আরেকটি সুখবর পেয়েছে বিরাট কোহলিরা। এই কিউইদের হটিয়েই তারা এখন টেস্টের এক নম্বর দল। এতদিন টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল নিউজিল্যান্ড। তবে মুম্বাই টেস্ট হারায় তাদের সরিয়ে টেস্টের সিংহাসনে বসেছে ভারত।

আজ (সোমবার) ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই টেস্টের চতু্র্থ দিনে কিউইদের ৩৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। কানপুরের প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্ট জেতায় ১-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। এই জয়ের পরপরই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্টের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে নিউজিল্যান্ডকে সরিয়ে আবার শীর্ষে ফিরেছে ভারত।

গত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শ্রেষ্ঠত্ব জেতে কেন উইলিয়ামসনরা। এরপর এবারের সিরিজ দিয়ে প্রথমবার মুখোমুখি হয়েছিল দলটি। ঘরের মাঠে কিউইদের হারিয়ে ওই ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার সঙ্গে এক নম্বর দল হওয়ার সুখবর পেলো কোহলিরা।

ভারতের কাছে সিরিজ হারায় ৩ রেটিং পয়েন্ট হারিয়েছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট এখন ১২১। অন্যদিকে জয় পাওয়া ভারতের নামের পাশে ৩ রেটিং পয়েন্ট যোগ হওয়ায় এখন পয়েন্ট ১২৪। ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। ১ রেটিং পয়েন্ট কম নিয়ে চার নম্বরে ইংল্যান্ড। তাদের পরে ৯২ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান। পরের জায়গাগুলোয় যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (৮৮), শ্রীলঙ্কা (৮৩) ও ওয়েস্ট ইন্ডিজ (৭৫)। ৯ নম্বরে বাংলাদেশ, রেটিং পয়েন্ট ৪৯। ৩১ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে জিম্বাবুয়ে।

আফগানিস্তান ও আয়ারল্যান্ডও আইসিসির টেস্ট খেলুড়ে দল। তবে তারা র‌্যাঙ্কিংয়ে বিবেচনায় আসার মতো ম্যাচ এখনও খেলেনি। তাই ১০ দলের টেস্ট র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে আইসিসি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা