X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিজয়ের আনন্দে মাশরাফি-সাকিব-তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২১, ১৪:৪১আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৫:১৪

মহান বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো আজ (১৬ ডিসেম্বর)। বাঙালি জাতির গৌরবের দিন। এই দিনেই পরাধীনতার শিকল ভেঙে মুক্তির আনন্দে মেতেছিল বাঙালি জাতি। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনটি গভীর শ্রদ্ধায়-ভালোবাসায় স্মরণ করছে পুরো দেশ। বাংলাদেশের ক্রিকেটাররাও স্মৃতিবিজরিত দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগে জন্ম হয়েছে বাংলাদেশ নামের ভূখণ্ডের।

সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুতর্জা দীর্ঘ পোস্ট লিখেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পোস্টের শুরুতে লিখেছেন, ‘আজ থেকে ৫০ বছর আগে যদি এই দিনটা না আসতো, তাহলে এতো ভালোবাসা, এতো ঘৃণা, এতো চাওয়া-পাওয়া, এতো আবেগ, এতো এতো কথা... সবই না বলা কথা হয়ে থাকতো! অনেকের অনেক পাওয়া ও না পাওয়ার মধ্যেও একটা বড় প্রাপ্তি, আমাদের দেশটা স্বাধীন। সেই স্বাধীনতা অর্জনের গল্পটি আরও গৌরবের। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ মানুষের প্রাণ ও আড়াই লাখ মা-বোনের সম্ভ্রম হারানো আর একজন অবিসংবাদিত নেতা- বঙ্গবন্ধু, সব মিলিয়ে আমাদের এই স্বাধীনতা।’

গোবিন্দ হালদারের লেখা একটি গানের এক লাইন উল্লেখ করে মাশরাফির পরের কথাগুলো এমন, “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’- কী প্রচণ্ড আবেগ, কী বিশুদ্ধ অনুভূতি, কতটা তীব্র ভালোবাসা ছিল। না হলে কী আর সব ছেড়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আর দেশকে স্বাধীন না করে বাড়ি না ফেরার শপথ নেওয়া! ফেরার পর সব হারানোর কষ্টের মাঝেও নতুন স্বপ্ন, নতুন পথচলা, এই ইতিহাস তো গর্বের, আনন্দের, নতুন উদ্যমের।”

সবশেষে মাশরাফি শহীদদের স্মরণ করার পাশাপাশি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘যাদের কারণে আজ আমরা স্বাধীন দেশে শ্বাস নেই, শহীদ ও জীবিত সেই সব মুক্তিযোদ্ধার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞতা ও ভালোবাসা। জয় বাংলা। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সকলের প্রতি রইলো শুভেচ্ছা।’

মুশফিকের পোস্ট বীর শহীদদের স্মরণ করে মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার মাতৃভূমির আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছি। আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয়। আমরা যেন শহীদ মুক্তিযাদ্ধা পরিবারগুলোকে ভুলে না যাই। শুভকামনা অসাধারণ প্রথম অর্ধশতকের জন্য, আমার বাংলাদেশ।’

সাকিবের পোস্ট সাকিবের পোস্ট বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই বিজয়কে গর্বের উল্লেখ করে লিখেছেন, ‘আসুন, গর্বের সঙ্গে মাথা উঁচু রেখে উদযাপন করি বিজয়। বিজয় দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ!’

তামিমের পোস্ট ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ফেসবুকে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন, ‘মহান বিজয় দিবস। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

মাহমুদউল্লাহর পোস্ট টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের এই দিনেই বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। যাদের আত্মত্যাগ ও সাহসিকতায় আমরা পেয়েছি এই দেশ, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

টেস্ট অধিনায়ক মুমিনুল হকও বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’ টেস্ট দলের পেসার খালেদ আহমেদ লিখেছেন, ‘বিজয়ের ৫০ বছর। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।’ মেহেদী হাসান লিখেছেন, ‘আজকের এই গৌরবময় দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জানাই সালাম ও বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘বিজয়ের ৫০ বছর। এ দেশ আমার গর্ব। এ বিজয় আমার প্রেরণা। বিনম্র শ্রদ্ধা জাতির অকুতোভয় শ্রেষ্ঠ সন্তানদের।’

যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী লিখেছেন, ‘বিজয়ের ৫০ বছর। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।’

নারী ক্রিকেট দলের অলরাউন্ডার রুমানা আহমদের স্বাধীনতার ৫০ বছর নিয়ে লিখেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর। জয় বাংলা।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
হেলিকপ্টারে এসে শোরুম উদ্বোধন করলেন তামিম ইকবাল
দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন সাকিব
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি