X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার পর অস্ট্রেলিয়া নিজেরাও বিপদে

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২২, ১৮:৪৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৮:৫৬

ট্রাভিস হেড আর ক্যামেরন গ্রিনের ইনিংস দুটি একপাশে রেখে হোবার্ট টেস্টের দিকে তাকালে কেবলই বোলারদের রাজত্ব। ১২ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া ওই দুই ব্যাটারের চমৎকার ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩০৩ রান করতে পারে। এরপর ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের ইনিংস ১৮৮ রানেই শেষ! দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরাও স্বস্তিতে নেই। প্রথম ইনিংসের মতোই অবস্থা। অ্যাশেজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩৭ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

বৃষ্টির বাগড়ায় প্রথম দিনের অনেকটা সময় খেলা হয়নি। তারপরও দিবারাত্রির হোবার্ট টেস্টের দ্বিতীয় দিনেই শুরু হয়েছে তৃতীয় ইনিংসের খেলা। দিন শুরু করা অস্ট্রেলিয়া দিনের শেষেরও ব্যাটিংয়ে! মাঝে ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে অলআউট হয়ে গেছে। সফরকারীদের দ্রুত গুটিয়ে দেওয়ার দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া লিড পেয়েছে ১৫২ রানের।

৬ উইকেটে ২৪১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি ২৪ ও মিচের স্টার্ক ৩ রান করে ফিরে যান প্যাভিয়নে। তাদের বিদায়ের পরও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া স্কোর ৩০০ ছাড়িয়েছে নাথান লায়নের ঝড়ে। শেষ দিকে এই ব্যাটার ২৭ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার স্টুয়ার্ট ব্রড। এই পেসার ৫৯ রানে পেয়েছেন ৩ উইকেট। তার সমান উইকেট পেতে মার্ক উডের খরচ ১১৫ রান। ২টি করে উইকেট নিয়েছেন ওলি রবিনসন ও ক্রিস ওকস।

এরপর ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে ইংল্যান্ড। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে রোরি বার্নস। আরেক ওপেনার জ্যাক ক্রলিও (১৮) বেশিক্ষণ টিকতে পারেননি। ডেভিড মালান (২৫) ও জো রুট (৩৪) চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। টপ অর্ডারের ব্যর্থতায় রানও বেশি বাড়েনি। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান আসে ওকসের ব্যাট থেকে। ২৯ রান করেন অভিষিক্ত স্যাম বিলিংস। কিছুই করতে পারেননি বেন স্টোকস (৪)।

ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। ডানহাতি পেসার ৪৫ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। মিচেল স্টার্ক ৫৩ রান খরচায় নেন ৩ উইকেট।

১১৫ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট ডেভিড ওয়ার্নার। সিডনি টেস্টে উসমান খাজা দুটি সেঞ্চুরি পেয়েছিলেন পাঁচ নম্বরে নেমে। পজিশন পাল্টে ওপেনিংয়ে নেমে এই ব্যাটার পুরোপুরি ব্যর্থ। ১১ রান করেছেন তিনি। মার্নাস লাবুশেনও ব্যর্থতার মিছিলে যোগ দেন। তিনিও রানের খাতা খুলতে পারেননি। ফলে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। ওই জায়গা থেকে স্টিভেন স্মিথ (১৭*) ও নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ড (৩*) দিনের খেলা শেষ করেছেন।

ইংল্যান্ডের তিন পেসার- ব্রড, ওকস ও মার্ক উড প্রত্যেকে পেয়েছেন একটি করে উইকেট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা