X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জাহানারাকে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপের দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২২, ২৩:০৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২৩:০৬

শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হিসেবে অভিজ্ঞ পেসার জাহানারা আলমকে কমনওয়েলথ গেমস বাছাই পর্বের দলে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আগামী মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। শুক্রবার (২৮ জানুয়ারি) তাকে নিয়েই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এবারই প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ খেলবে বাংলাদেশের মেয়েরা।

মার্চে বিশ্বকাপ শুরু হলেও নিগার সুলতানার নেতৃত্বে আগেভাগেই নিউজিল্যান্ডে যাবে দল। জানা গেছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে দলটি দেশ ছাড়বে। শনিবার (২৯ জানুয়ারি) থেকে বিশ্বকাপ প্রস্তুতির ক্যাম্প শুরু হচ্ছে। দেশে কয়েক সপ্তাহ অনুশীলন করেই দেশ ছাড়বে লাল-সবুজ জার্সিধারীরা। 

আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। আট দলের বিশ্বকাপে প্রাথমিক পর্বে সব দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। ৩১ দিনের টুর্নামেন্টে মোট ম্যাচ ৩১টি। খেলা হবে নিউজিল্যান্ডের ছয় শহর অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ডানেডিন, হ্যামিল্টন, তাওরাঙ্গা ও ওয়েলিংটনে। ৩ এপ্রিল ক্রাইস্টর্চাচে রয়েছে ফাইনাল। 

৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে। একই ভেন্যুতে ৭ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন মেয়েরা। এরপর ১৪ মার্চ হ্যামিল্টনে পাকিস্তান, ১৮ মার্চ তাওরাঙ্গায় ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ হ্যামিল্টনে ভারত, ২৫ মার্চ ওয়েলিংটনে অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন ছন্দা, সানজিদা আক্তার মেঘলা।

/আরআই/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশকে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেলো না বাংলাদেশ
অস্ট্রেলিয়া আমাদের হালকাভাবে নেয়নি: জ্যোতি
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়