X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শুধু মেরে খেললেই টি-টোয়েন্টি হয় না: তামিম

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৯ জানুয়ারি ২০২২, ১৬:২৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৬:২৭

তরুণদের সুযোগ করে দিতে আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না বলে দুই দিন আগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তামিম ইকবাল। বিপিএল চলাকালে এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সাগরিকায় তামিম ঝড়ে লণ্ডভণ্ড সিলেট সানরাইজার্স। সাম্প্রতিক সময়ে তামিমের স্ট্রাইকরেট নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছিল। গতকাল (শুক্রবার) ১৭৩.৪৩ স্ট্রাইকরেটে তিনি খেলেন ১১১ রানের অপরাজিত ইনিংস। বিধ্বংসী ইনিংস খেলার পর মিনিস্টার ঢাকার ওপেনার জানিয়েছেন, টি-টোয়েন্টি মানেই মেরে খেলতে হবে, এমন নয়।

খোলস ছেড়ে বেরিয়ে এসে কীভাবে সফল হলেন, সেটাই জানিয়েছেন এই ওপেনার, ‘নিজের স্কিল নিয়ে কঠোর পরিশ্রম করে যাওয়া উচিত। যদি কোনও দুর্বলতা থাকে, সেটা নিয়ে কঠোর পরিশ্রম করা উচিত। ক্রিকেটিং শটই খেলা উচিত। টি-টোয়েন্টি এমন ক্রিকেট নয় যে প্রতিটি বলেই মারার চেষ্টা করতে হবে। নিজেকে শেপে রেখে ক্রিকেটিং শট খেলা উচিত। তাহলে এই সংস্করণেও সফল হওয়া যাবে।’

শুক্রবার টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। চার সেঞ্চুরির দুটিই বিপিএলে। বাকি দুইটির একটি আন্তর্জাতিক ক্রিকেটে, অন্যটি বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্টে। শুক্রবারের সেঞ্চুরি নিয়ে তামিম বলেছেন, ‘নিজেকে সময় দিতে হবে এবং বল অনুযায়ী খেলতে হবে। আমি ঠিক তা-ই করেছি।’

সিলেটের বিপক্ষে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে স্বস্তির জয় পেয়েছে ঢাকা। ১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ ওভার আগেই তামিম-শাহজাদের জুটিতে সহজেই জয় পেয়ে যায় ঢাকা। দুর্দান্ত এই জয়ের পর তামিম জানিয়েছেন, ২২০ রানের লক্ষ্য হলেও জিততে পারতেন তারা।

বাঁহাতি ওপেনারের ভাষায়, ‘লক্ষ্য ২২০ রান হলেও হয়তো আমরা জিততে পারতাম। আমি জানতাম, যদি আমরা ভালো শুরু করি, আমাদের খুব ভালো সুযোগ আছে। সৌভাগ্যবশত আমি ও শাহজাদ অসাধারণ একটি শুরু পাই। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
সর্বশেষ খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের