X
সোমবার, ০৩ অক্টোবর ২০২২
১৭ আশ্বিন ১৪২৯

টি-টোয়েন্টিতে ভালো হলে সাফল্য আসবে ওয়ানডে বিশ্বকাপে

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩১

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নাজুক অবস্থা দেখেছে ক্রিকেট বিশ্ব। আইসিসির সহযোগী সদস্য দল স্কটল্যান্ডের বিপক্ষেও হেরে বসে সাকিব-মাহমুদউল্লাহ-মুশফিকরা। চলতি বছরের অক্টোবরে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে খেলতে হবে টাইগারদের। পরের বছর ভারতে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন দুটি বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স?

সীমিত ফরম্যাটের বিশ্বকাপ খুবই বাজে কেটেছে বাংলাদেশের। প্রথম পর্বে ওমান এবং পাপুয়া নিউগিনিকে হারালেও মূল মঞ্চে গিয়ে স্কটল্যান্ডের কাছে লজ্জার হার হজম করতে হয়েছে। এরপর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা– কারও সঙ্গেই পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান সিরিজেও একই দুর্দশা বাংলাদেশের।

ব্যাটিং কোচ সিডন্স জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ভালো টি-টোয়েন্টি দল বানাতে পারলে পরের বছর ওয়ানডে বিশ্বকাপেও সাফল্য পাওয়া সম্ভব। শনিবার (২৬ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে তিনি উল্লেখ করেন বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা, ‘আমি দল নিয়ে পরীক্ষায় যেতে চাই না। আমাকে যে দল দেওয়া হবে তা নিয়েই কাজ করবো। অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ক্রিকেটারদের একটা তালিকা আছে। সীমিত ওভারের ফরম্যাটে ওদের উন্নতির ব্যাপারে কাজ করবো। এখন নিঃসন্দেহে টি-টোয়েন্টি সর্বোচ্চ ফোকাসে থাকবে। কারণ এই বছরেই বিশ্বকাপ আছে।’

সিডন্স মনে করেন, ভালো মানের টি-টোয়েন্টি ক্রিকেটার তৈরির মাধ্যমে ওয়ানডে ফরম্যাটে ভালো করা সম্ভব, ‘আমরা যদি অক্টোবর-নভেম্বরের মধ্যে ভালো টি-টোয়েন্টি দল হতে পারি, তাহলে ভারতে বিশ্বকাপে পা দেওয়ার আগেই ভালো ওয়ানডে দলও হয়ে উঠতে পারবো। আমরা জানি, বিশ্বকাপে জিততে হলে ভারতে আমাদের খুব বড় স্কোর করতে হবে।’

গত একযুগে দলের সঙ্গে না থাকলেও খোঁজখবর ঠিকই রেখেছেন অস্ট্রেলিয়ান এই কোচ। টি-টোয়েন্টিতে উন্নতির জন্য সিডন্স পাওয়ার প্লে এবং শেষ দিকের ওভার ভালোভাবে কাজে লাগানোর কথা বললেন, ‘আমরা শুরুটা ভালো চাই। বিশেষ করে টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে গুরুত্বপূর্ণ। একইসঙ্গে শেষটা আরেকটু ভালো করতে পারলেই বড় স্কোর চলে আসবে। আমরা শেষ ম্যাচগুলোতে এগুলো ভালোভাবে প্রয়োগ করতে পারিনি।’

/জেএইচ/
সম্পর্কিত
আঙুলের চোটে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন সোহান
আঙুলের চোটে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন সোহান
শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
শহীদ চান্দু স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলবে কবে?
শহীদ চান্দু স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলবে কবে?
ক্রিকেটের ‘মক্কা’ লর্ডসের ছবি যেন সিলেটে
ক্রিকেটের ‘মক্কা’ লর্ডসের ছবি যেন সিলেটে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
হেফাজতে ইসলাম নেতা মাওলানা জুনায়েদের জামিন
হেফাজতে ইসলাম নেতা মাওলানা জুনায়েদের জামিন
রাতে ভক্তদের ভিড় পূজামণ্ডপে
রাতে ভক্তদের ভিড় পূজামণ্ডপে
৭ ম্যাচের সিরিজ ইংল্যান্ডের
৭ ম্যাচের সিরিজ ইংল্যান্ডের
ঘটনাবহুল ম্যাচ জিতে সিরিজ ভারতের
ঘটনাবহুল ম্যাচ জিতে সিরিজ ভারতের
এ বিভাগের সর্বশেষ
আঙুলের চোটে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন সোহান
আঙুলের চোটে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন সোহান
শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
শহীদ চান্দু স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলবে কবে?
শহীদ চান্দু স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বলবে কবে?
ক্রিকেটের ‘মক্কা’ লর্ডসের ছবি যেন সিলেটে
ক্রিকেটের ‘মক্কা’ লর্ডসের ছবি যেন সিলেটে
জাহানারাকে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপের দল ঘোষণা
জাহানারাকে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপের দল ঘোষণা