X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টিতে ভালো হলে সাফল্য আসবে ওয়ানডে বিশ্বকাপে

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩১

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নাজুক অবস্থা দেখেছে ক্রিকেট বিশ্ব। আইসিসির সহযোগী সদস্য দল স্কটল্যান্ডের বিপক্ষেও হেরে বসে সাকিব-মাহমুদউল্লাহ-মুশফিকরা। চলতি বছরের অক্টোবরে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে খেলতে হবে টাইগারদের। পরের বছর ভারতে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন দুটি বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স?

সীমিত ফরম্যাটের বিশ্বকাপ খুবই বাজে কেটেছে বাংলাদেশের। প্রথম পর্বে ওমান এবং পাপুয়া নিউগিনিকে হারালেও মূল মঞ্চে গিয়ে স্কটল্যান্ডের কাছে লজ্জার হার হজম করতে হয়েছে। এরপর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা– কারও সঙ্গেই পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান সিরিজেও একই দুর্দশা বাংলাদেশের।

ব্যাটিং কোচ সিডন্স জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ভালো টি-টোয়েন্টি দল বানাতে পারলে পরের বছর ওয়ানডে বিশ্বকাপেও সাফল্য পাওয়া সম্ভব। শনিবার (২৬ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে তিনি উল্লেখ করেন বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা, ‘আমি দল নিয়ে পরীক্ষায় যেতে চাই না। আমাকে যে দল দেওয়া হবে তা নিয়েই কাজ করবো। অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ক্রিকেটারদের একটা তালিকা আছে। সীমিত ওভারের ফরম্যাটে ওদের উন্নতির ব্যাপারে কাজ করবো। এখন নিঃসন্দেহে টি-টোয়েন্টি সর্বোচ্চ ফোকাসে থাকবে। কারণ এই বছরেই বিশ্বকাপ আছে।’

সিডন্স মনে করেন, ভালো মানের টি-টোয়েন্টি ক্রিকেটার তৈরির মাধ্যমে ওয়ানডে ফরম্যাটে ভালো করা সম্ভব, ‘আমরা যদি অক্টোবর-নভেম্বরের মধ্যে ভালো টি-টোয়েন্টি দল হতে পারি, তাহলে ভারতে বিশ্বকাপে পা দেওয়ার আগেই ভালো ওয়ানডে দলও হয়ে উঠতে পারবো। আমরা জানি, বিশ্বকাপে জিততে হলে ভারতে আমাদের খুব বড় স্কোর করতে হবে।’

গত একযুগে দলের সঙ্গে না থাকলেও খোঁজখবর ঠিকই রেখেছেন অস্ট্রেলিয়ান এই কোচ। টি-টোয়েন্টিতে উন্নতির জন্য সিডন্স পাওয়ার প্লে এবং শেষ দিকের ওভার ভালোভাবে কাজে লাগানোর কথা বললেন, ‘আমরা শুরুটা ভালো চাই। বিশেষ করে টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে গুরুত্বপূর্ণ। একইসঙ্গে শেষটা আরেকটু ভালো করতে পারলেই বড় স্কোর চলে আসবে। আমরা শেষ ম্যাচগুলোতে এগুলো ভালোভাবে প্রয়োগ করতে পারিনি।’

/জেএইচ/
সম্পর্কিত
নতুন নির্বাচক প্রধানের নিয়োগে বিস্মিত সুজন
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হবে ঢাকা ও সিলেটে
তামিমই এখন পর্যন্ত আমাদের অধিনায়ক: বোর্ড প্রধান
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ