X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

তামিমই এখন পর্যন্ত আমাদের অধিনায়ক: বোর্ড প্রধান

রবিউল ইসলাম
০৭ জুলাই ২০২৩, ০১:৪৪আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০১:৫৫

হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণা টক অব দ্য কান্ট্রিতে রূপ নিয়েছে। এ বিষয়ে মধ্যরাতে সংবাদমাধ্যমকে নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাফ কথা, ‘তামিম এখনও অধিনায়কই আছেন।’

বিশ্বকাপের মাত্র তিন মাস বাকি, আগস্টে এশিয়া কাপ। বড় দুটি টুর্নামেন্টের আগে তামিম অবসর নিলেও এখন পর্যন্ত তা গ্রহণ করেনি বিসিবি। বোর্ড প্রধান স্পষ্ট করে বলেছেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে এশিয়া কাপ ও বিশ্বকাপে আমাদের অধিনায়ক তামিম ইকবাল। সে আমাদের বেস্ট অধিনায়ক।’

কিন্তু হুট করে তামিমের অবসরের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না বোর্ড সভাপতি পাপন। তিনি বলেন, ‘হঠাৎ তামিম মিডিয়াতে বলেছে, অবসর নিয়েছে। যা আমাদের জন্য একেবারে অপ্রত্যাশিত। ওর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। যেহেতু ও ওয়ানডে অধিনায়ক, তিনদিন আগেও কথা হয়েছে স্কোয়াড নিয়ে। গতকালও ওর সঙ্গে কথা বলেছি।’

বোর্ড সভাপতি আরও বলেছেন, ‘আপনাদের কারও মনে হয় হঠাৎ করে এশিয়া কাপ বা বিশ্বকাপের আগে এরকম সিদ্ধান্ত নেওয়া সম্ভব? কী ধরনের কথা বলছেন আপনারা। আমার ধারণা এটা আবেগী সিদ্ধান্ত। যদিও সে বলেছে এক-দুদিন নয়, বেশ কিছুদিন চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটা নিয়েছে। ভেবে ও পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে। কিছু একটা ফ্যাক্টর তো আছেই। যদি জানতে পারি তাহলে ক্রিকেট বোর্ডের জন্য ভালো।’

বিসিবি সভাপতি পাপনের দাবি, ফোনের পর ফোন দিয়েও তামিমকে রিচ করতে পারেননি তিনি। পরে বিকাল পাঁচটায় তার ভাই নাফিসকে মেসেজ পাঠিয়ে সেটি তামিমকে ফরওয়ার্ড করতে বলেন বোর্ড সভাপতি। অবসর ভেঙ্গে দলের দায়িত্ব নেওয়ার আহবান জানানো হয়েছে তামিমকে।

নাজমুল হাসান পাপন বলেন, ‘যেহেতু মেসেজ দিয়েছি, আমাকে অপেক্ষা করতেই হবে। তার কাছ থেকে কোনও উত্তর আসে কিনা। আশা করবো আমাদের সঙ্গে কথা বলে এটার কোনও সমাধান পাওয়া যায় কিনা আমরা চেষ্টা করবো। ওকে দরকার আমাদের ওডিআই দলে। যদি ও সিদ্ধান্ত বদলায়, আমরা খুশি হবো।’

তামিম অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। একদিন পরই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এ নিয়ে পরিকল্পনা কী? জানতে চাইলে রাজধানীর পাঁচ তারকা হোটেলে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পাপন বলেন, ‘আমাদের প্ল্যান হচ্ছে আমরা চাচ্ছি ও সিদ্ধান্ত বদলে ফিরে আসুক। তামিম তো আমাদের কাছে পদত্যাগ করেনি।’

শেষ পর্যন্ত তামিম সিদ্ধান্ত থেকে সরে না আসলে লিটনই আফগানিস্তানের বিপক্ষে বাকি দুটি ম্যাচে অধিনায়কত্ব করবেন জানিয়ে বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমাদের কাছে ওডিআইয়ের অধিনায়ক তামিম। এখন অবধি সেটা আছে। কোনও কারণে তামিম না খেললে ভাইস ক্যাপ্টেন রান করবে। আছে লিটন দাস।’

তামিমের পদত্যাগের সিদ্ধান্ত দলে প্রভাব ফেলবে কিনা প্রশ্নে পাপন বলেন, ‘দলের ওপর প্রভাব না পড়ার কোনও কারণ নাই। ইতোমধ্যে পড়ে গেছে। এই সিরিজ কেন। আমাদের সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে। আর কয় মাস বাকি? আমরা যেখানে ভাবছিলাম, আশা করছিলাম; বাংলাদেশ এবার বিশ্বকাপে ভালো করবে। এই সময় এমন একটা সিদ্ধান্ত আমাদের ক্রিকেটের জন্য অত্যন্ত ক্ষতি হয়েছে বলে মনে করি।'

/এলকে/
সম্পর্কিত
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
সর্বশেষ খবর
জিম্বাবুয়ের সিরিজের জন্য বাংলাদেশের তিন ম্যাচের স্কোয়াড ঘোষণা
জিম্বাবুয়ের সিরিজের জন্য বাংলাদেশের তিন ম্যাচের স্কোয়াড ঘোষণা
পটুয়াখালীর খালে ভাসছে ‘টর্পেডো’সদৃশ বস্তু, স্থানীয়দের মাঝে আতঙ্ক 
পটুয়াখালীর খালে ভাসছে ‘টর্পেডো’সদৃশ বস্তু, স্থানীয়দের মাঝে আতঙ্ক 
বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান
বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান
হাওরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
হাওরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে