X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

অস্ত্রোপচার লাগছে মাশরাফির, যাচ্ছেন ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ২০:০৫আপডেট : ০২ মার্চ ২০২২, ২০:১৮

আগামী ১৫ মার্চ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। মাশরাফি মুর্তজা এবার শেখ জামাল ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন। আজ (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলবদল শেষে সাবেক অধিনায়ক জানালেন, অস্ত্রোপচার করাতে আগামীকাল (বৃহস্পতিবার) ভারত যাচ্ছেন তিনি। চেন্নাইতে আগামী ৯ মার্চ ছুরি-কাঁচির নিচে যেতে পারেন এই পেসার।

ক্যারিয়ারের প্রায় সবসময়ই চোটাক্রান্ত মাশরাফি। বহুবার ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে। এবার একই কারণে অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। বেশ কিছুদিন ধরেই কোমরের ব্যথায় ভুগছেন মাশরাফি। ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পেতে করাতে হবে অস্ত্রোপচার। চিকিৎসকের পরামর্শ নিতে বৃহস্পতিবার ভারত যাচ্ছেন তিনি।

মাশরাফির পরিকল্পনা ছিল প্রিমিয়ার লিগ খেলে অস্ত্রোপচার করানোর। কিন্তু ডাক্তারের পরামর্শ এর আগেই অস্ত্রোপচার করানোর। মাশরাফি বলেছেন, ‘আমার ইচ্ছা প্রিমিয়ার লিগ খেলে করানোর। কিন্তু উনি (চিকিৎসক) চাচ্ছেন আগেই করাতে। এটা এখন মিলিয়ে নিতে হবে। আমার কোমরের ডিস্কে অস্ত্রোপচার করাতে হবে। লিগের কারণে পরে করাতে চাচ্ছিলাম। লিগ শুরুর আগে একমাস সময় পেলে পরে করাতাম। কিন্তু সেই সময় তো নেই।’

মাশরাফির সাতটি অস্ত্রোপচার হয়েছে দুই হাঁটুতে। এবার বাদ যাচ্ছে না কোমরও। আগের সাতটি অস্ত্রোপচারেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন অস্ট্রেলিয়ান সার্জন ডেভিড ইয়াং। এবারও তার পরামর্শে মাশরাফি যাচ্ছেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে।

ভারতীয় ডাক্তারের সঙ্গে মাশরাফির অ্যাপয়েনমেন্ট ৯ মার্চ রাত ৮টায়। হাতে কিছুটা সময় থাকায় পরিবারের সবাইকে নিয়েই যাচ্ছেন তিনি। দিল্লিসহ কয়েকটি শহর ঘুরে যাবেন চেন্নাইয়ে। সেখানে গিয়ে প্রথমে এমআরআই করাবেন। এ প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘আমার অ্যাপয়েনমেন্ট নেওয়া ৯ তারিখে। আমি যাচ্ছি চার দিন আগে। প্রথম কদিন পরিবারকে সময় দেবো। ৯ তারিখ চেন্নাই যাবো। সেদিনই অ্যাপোলো হাসপাতালে ডাক্তার দেখাবো। উনি স্ক্যানের ছবি দেখে অ্যাপয়েনমেন্ট দিয়েছেন। সামনাসামনি দেখার পরে উনি সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচারের।’

পিঠের নিচের অংশে ব্যথার কারণে বিপিএলের শুরু থেকে খেলতে পারেননি মাশরাফি। মাঝপথে কয়েকটি ম্যাচ খেললেও শেষের দিকে আবারও হানা দেয় চোট। সেই চোটই তাকে আবার নিয়ে যাচ্ছে ছুরি-কাঁচির নিচে। নির্ধারিত সময়ে অস্ত্রোপচার করালে প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচগুলো খেলতে পারবেন না তিনি। মাশরাফি বলেছেন, ‘অস্ত্রোপচার করালে মাসখানেক মাঠের বাইরে থাকতে হবে। সেটা হলে অনেক ম্যাচ মিস হয়ে যাবে।‘

/আরআই/কেআর/
সম্পর্কিত
তামিমকে নিয়ে মাশরাফির পোস্ট, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি’
সাকিব-মুশফিকদের হৃদয় জুড়ে মাহমুদউল্লাহ
মুশফিকের অবসরে মাশরাফি-তাসকিনদের আবেগঘন পোস্ট
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে