X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বোলাররা হয়ে উঠলেন ব্যাটার, উইন্ডিজ পেলো লিড

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২২, ১৬:৩৮আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৬:৪৮

টপ অর্ডারের পর ধস নামলো ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারে, তাতে লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর সুবাতাস পাচ্ছিল ইংল্যান্ড। তবে বোলাররা ব্যাটার হয়ে ওঠায় দৃশ্যপট পাল্টে গেলো। উইকেটকিপার জোশুয়া দা সিলভার দুর্দান্ত হাফসেঞ্চুরি অবশ্যই মুখ্য ভূমিকায়, তবে দুই পেসার আলাজারি জোসেফ ও কেমার রোচের ব্যাটিং প্রদর্শনীও নিশ্চিতভাবে সামনে আসবে। তাদের মিলিত চেষ্টায় খাদের কিনারায় পড়া ক্যারিবিয়ানরাই উল্টো লিড নিয়ে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা।

গ্রেনাডা টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ২৩২ রান। ২০৪ রানে অলআউট হওয়া ইংল্যান্ডের বিপক্ষে লিড নিয়েছে ২৮ রানের। তৃতীয় দিন শুরু করবেন ৫৪ রানে অপরাজিত থাকা দা সিলভা ও ২৫ রানে ব্যাট করা কেমার রোচ।

ইংলিশ পেস ঝড়ে এলোমেলো হয়ে পড়েছিল ক্যারিবিয়ান ব্যাটিং অর্ডার। জন ক্যাম্পবেল চেষ্টা করলেও ৩৫ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট এবার আর পারেননি। আগের টেস্টের নায়ক আউট হয়েছেন ১৭ রানে। পরের দিকের এনক্রুমা বনার (৪), জার্মেইন ব্ল্যাকউড (১৮) ও জেসন হোল্ডার (০) ব্যর্থতার খাতায় নাম তোলেন। তাতে ১২৮ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিকরা।

ওই অবস্থায় দা সিলভার প্রতিরোধ শুরু। এই উইকেটকিপার ব্যাটার অসাধারণ ব্যাটিংয়ে তুলে নেন হাফসেঞ্চুরি। শুরুতে যোগ্য সঙ্গ পেয়েছেন জোসেফের কাছ থেকে। জোসেফ ৫৯ বলে গুরুত্বপূর্ণ ২৮ রান করে ফিরে যান। পরবর্তীতে দা সিলভার সঙ্গে প্রতিরোধ শুরু রোচের। ক্যারিবিয়ান উইকেটকিপার তার অপরাজিত ৫৪ রানের ইনিংস সাজিয়েছেন ৪ বাউন্ডারিতে। অন্যদিকে রোচ তার অপরাজিত ২৫ রান করতে মেরেছেন ৪ বাউন্ডারি।

ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার ক্রিস ওকস। এই পেসার ৪৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর ২টি করে উইকেট শিকার ক্রেগ ওভার্টন ও বেন স্টোকসের।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যাম্পের বাইরে গিয়ে সেমিনার করেছেন রোহিঙ্গারা, ৩২ জন আটক
ক্যাম্পের বাইরে গিয়ে সেমিনার করেছেন রোহিঙ্গারা, ৩২ জন আটক
‘পরিবেশ সচেতনতায় ভূমিকা রাখতে পারেন তরুণরা’
‘পরিবেশ সচেতনতায় ভূমিকা রাখতে পারেন তরুণরা’
নরেন্দ্র মোদি: জনপ্রিয় কিন্তু নিরপেক্ষ নন
নরেন্দ্র মোদি: জনপ্রিয় কিন্তু নিরপেক্ষ নন
এআই-এর বিরূপ প্রভাব সামলাতে আইন করতে যাচ্ছে সরকার
এআই-এর বিরূপ প্রভাব সামলাতে আইন করতে যাচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি