X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

সোহানের স্বপ্ন বাংলাদেশকে ‘বড়’ পর্যায়ে নিয়ে যাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২২, ২২:১২আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২২:১২

দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকায় প্রিমিয়ার লিগের পুরো মৌসুম খেলতে পারেননি নুরুল হাসান সোহান। সফরে যাওয়ার আগে দুটি এবং এসে আরও ছয়টি ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে ৮ ম্যাচে ৯৬.৬০ গড়ে উইকেটকিপার ব্যাটারের রান ছিল ৪৮৩। ১ সেঞ্চুরির পাশাপাশি আছে চার হাফসেঞ্চুরিও। সুপার লিগে সোহানের ব্যাটিংয়ে ভর করেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। দলকে চ্যাম্পিয়ন করার পর এই ব্যাটার স্বপ্ন দেখছেন বাংলাদেশকে পরের ধাপে নিয়ে যাওয়ার।

বৃহস্পতিবার ম্যাচ হারলেও আগেই শিরোপা নিশ্চিত হয় শেখ জামালের। এদিন শিরোপা উঁচিয়ে উৎসব করেছেন সোহানরা। সেখানেই সোহান নিজের স্বপ্নের কথা জানিয়েছেন, ‘অনেক বড় আশা, বাংলাদেশ দলকে অনেক বড় জায়গায় দেখতে চাই। সিনিয়র যারা ছিলেন কিংবা আছেন- মাশরাফি ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই, রিয়াদ ভাই, তামিম ভাইয়েরা একটা জায়গায় বাংলাদেশ দলকে নিয়ে গেছেন। আমাদের লক্ষ্য থাকবে যেন বাংলাদেশকে পরের ধাপে নিয়ে যেতে পারি। অবশ্যই বাংলাদেশের হয়ে অনেক বড় কিছু করতে চাই।’

লিগে খেলা ৮ ম্যাচের ৫ ম্যাচেই পরিস্থিতির দাবি মিটিয়ে দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করেছেন সোহান। তরুণ এই ব্যাটার, সেই সফলতার গল্পও শোনান এদিন, ‘গত দুই বছর ধরে অনেক বেশি পরিশ্রম করছি। যেহেতু মিডল অর্ডারে ব্যাটিং করি, সব সময়ই লক্ষ্য থাকে যেন ফিনিশ করে আসতে পারি। হয়তো কম্বিনেশনের জন্য জাতীয় দলে অনেক সময় সুযোগ আসে না। যদি সুযোগ আসে তাহলে দলের জয়ে যেন অবদান রাখতে পারি, এভাবে খেলতে পারি- এটাই আশা।’

সোহান আরও বলেছেন, ‘গত দুই বছর ধরে (মিজানুর রহমান) বাবুল স্যারের সঙ্গে ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করেছি। আমার মনে হয়, ব্যাটিং টেকনিকের পাশাপাশি মেন্টাল ফিটনেসটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কয়েকটা ক্লাসও করেছি। আমার মনে হয়, এটা সত্যিই কাজে লেগেছে। সবাই জানি, ক্রিকেটটা স্কিলের সঙ্গে মেন্টালিও অনেক কিছু রিলেটেড থাকে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে একজন নিখোঁজ
পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে একজন নিখোঁজ
আলোচিত বিগ বিউটিফুল বিলে সই করলেন ট্রাম্প
আলোচিত বিগ বিউটিফুল বিলে সই করলেন ট্রাম্প
জুলাই আন্দোলনের তরুণরা যখন জাতীয় রাজনীতিতে
আন্দোলন থেকে রাজনৈতিক দলজুলাই আন্দোলনের তরুণরা যখন জাতীয় রাজনীতিতে
শুল্ক-কর জমা এখন অনলাইনে: চালু হলো ‘এ-চালান’ সেবা
শুল্ক-কর জমা এখন অনলাইনে: চালু হলো ‘এ-চালান’ সেবা
সর্বাধিক পঠিত
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা