X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

শ্রীলঙ্কাকে পথ দেখাচ্ছেন মেন্ডিস-ম্যাথুজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২২, ১৩:৪৩আপডেট : ১৫ মে ২০২২, ১৩:৪৭

প্রথম সেশনে দুই উইকেট হারালেও দ্বিতীয় সেশনে তাদের পথ দেখাচ্ছেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাদের জুটিতে শতরান ছাড়িয়েছে শ্রীলঙ্কার স্কোর। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১৩৩ রান। ক্রিজে আছেন মেন্ডিস (৪৮) ও ম্যাথুজ (৩৫)।  

ব্যাটিং বান্ধব বলে পরিচিত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। শ্রীলঙ্কা তাই প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে। তবে প্রথম সেশনে ২৪ ওভারের খেলায় তাদের স্বস্তি নিয়ে লাঞ্চে যেতে দেয়নি স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ৭৩ রানের বিনিময়ে তুলে নেয় ২ উইকেট। যার সবকটি নিয়েছেন অফস্পিনার নাঈম হাসান। যদিও ভুল সিদ্ধান্তের কারণে হারাতে হয়েছে দুটি রিভিউ। বিরতির পর পরই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হতে দেখা যায় দুই অভিজ্ঞ লঙ্কানকে।

অথচ প্রথম সেশনটা এক কথায় ছিল নাইম হাসানের। অষ্টম ওভারে প্রথম বল হাতে তুলে নেন এই অফস্পিনার। পঞ্চম বলে পেয়ে যান সাফল্য। অফ স্টাম্প থেকে ভেতরে পড়া বল লেগ সাইডে সরে গিয়ে কাট করতে গিয়েছিলেন করুনারত্নে। কিন্তু বামহাতি ব্যাটার বলের লাইন থেকে বেশি সরে পড়ায় বল ছুঁয়ে যায় তার প্যাড। এলবিডাব্লিউর আবেদন উঠতেই তাতে সাড়া দেন আম্পায়ার। অবশ্য শ্রীলঙ্কা রিভিউ নিলেও কাজে দেয়নি তা। আম্পায়ার্স কলে ৯ রানে সাজঘরে ফিরেছেন করুনারত্নে।

২৩ রানে প্রথম উইকেট পড়ার পর জুটি গড়ার দিকে মনোযোগী ছিলেন ওশাডা ফার্নান্ডো ও কুশল মেন্ডিস। প্রায় দুই ঘণ্টার মতো প্রতিরোধ গড়ে খেলছিলেন ফার্নান্ডো। লাঞ্চের আগে ৭৬ বল খেলা এই ব্যাটারকে বিপদে ফেলেন নাঈম। তার স্পিন ঠিকমতো ডিফেন্ড করতে পারেননি। বল এজ হয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। ওশাডা দ্রুত রিভিউ নিলেও আলট্রা এজে দেখা গেছে বড় স্পাইক। ফলে ৩৬ রানে সাজঘরে ফিরেছেন লঙ্কান ওপেনার।

তবে প্রথম সেশনে দুটি রিভিউও নষ্ট করে বাংলাদেশ। পঞ্চম ওভারে শরিফুলের বলে বাংলাদেশ এলবিডাব্লিউর আবেদন করলে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচড করেছে। ২৩তম ওভারে আবারও একই পরিণতি! পেসার শরিফুলের আত্মবিশ্বাসী মনোভাবে রিভিউ নেন মুমিনুল। কিন্তু রিপ্লেতে দেখা যায় ইম্প্যাক্টে ছিল না বল।

/এফআইআর/         
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল