X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

সাকিবের জোড়া আঘাতে ‘পথভ্রষ্ট’ শ্রীলঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২২, ১৩:২৪আপডেট : ১৬ মে ২০২২, ১৩:৪৩

চট্টগ্রামে দ্বিতীয় দিনের লাঞ্চের আগেই শ্রীলঙ্কাকে বিপদে ফেলে দেন নাঈম হাসান। বিরতির পর তাদের এলোমেলো করে দিয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় সেশনের প্রথম ওভারে টানা দুই বলে ফিরিয়েছেন রামেশ মেন্ডিস ও লাসিথ এম্বুলদেনিয়াকে। তাতে প্রথম ইনিংসে প্রত্যাশিত স্কোরের আগেই গুটিয়ে যাওয়ার পথে রয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ১২৯ ওভার শেষে ৮ উইকেটে তাদের সংগ্রহ ৩৪৮ রান।  

শেষ স্বীকৃত ব্যাটার দিকবেলা ফেরার পর দেখার ছিল লেজের দিকের ব্যাটাররা ম্যাথুজকে সঙ্গ দিতে পারেন কিনা। ম্যাথুজ বার বার সঙ্গীদের টিকে থাকার পরামর্শ দিলেও সাকিবের ঘূর্ণি তা হতে দেয়নি। দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলে রামেশ মেন্ডিসকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেছেন। পরের বলে সাকিবের ঘূর্ণি বুঝতে পারেননি এম্বুলদেনিয়া। ব্যাক প্যাডে বল লাগায় লেগবিফোরের আবেদন করেন সাকিব। আম্পায়ার কিছুক্ষণ সময় নিয়ে আঙুল তুলে দিলে হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে চলে যান তিনি। শেষ পর্যন্ত হয়নি যদিও। কিন্তু ততক্ষণে সফরকারী দল ‘পথভ্রষ্ট’। একপ্রান্ত আগলে ১৬৪ রানে অপরাজিত রয়েছেন ম্যাথুজ। সঙ্গে রয়েছেন বিশ্ব ফার্নান্ডো (৪)।

ম্যাথুজকে দ্বিতীয় দিনের শুরুতেই ফেরানো যেত। কিন্তু বাংলাদেশ ক্যাচের আবেদন না করায় দ্বিতীয় দিনের প্রথম সেশনে কর্তৃত্ব করে ম্যাথুজ-চান্ডিমাল জুটি। লাঞ্চ ব্রেকের কিছুক্ষণ আগে এই জুটি ভেঙে বাংলাদেশকে খেলায় ফেরান অফস্পিনার নাঈম। দ্রুত সময়ে দিনেশ চান্ডিমাল-নিরোশান দিকবেলাকে সাজঘরে পাঠালে লাঞ্চের আগেই শ্রীলঙ্কার বড় সংগ্রহের পথটা আরও কঠিন হয়ে যায় তখন।

উইকেট পড়ে নাঈমের ১১৪তম ওভারে। প্রথম বলে চান্ডিমাল রিভার্স সুইপ করতে গিয়েছিলেন। কিন্তু বলের লাইন বুঝতে না পারেননি। পরাস্ত হওয়ায় স্বাগতিকদের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন লঙ্কান ব্যাটার। তাতেও ইতিবাচক কিছু মেলেনি। চান্ডিমালের বিদায়ে ভাঙে ১৩৬ রানের মহামূল্যবান পঞ্চম উইকেট জুটি।

১৪৮ বল খেলা চান্ডিমাল করতে পারেন ৬৬ রান। তাতে ছিল ৩টি ছয় ও ২টি চার। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে দিকবেলা নামলেও প্রত্যাশা মেটাতে পারেননি। একই ওভারে তিন বল পর তিনিও নাঈমের শিকার হয়েছেন। তার ঘূর্ণিতে পুরোপুরি পরাস্ত হন দিকবেলা। সরে গিয়ে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন ৩ রানে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
ডিআইইউ’তে বুধবার জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর
ডিআইইউ’তে বুধবার জেএমসি মিডিয়া বাজের পঞ্চম আসর
কোহলির রেকর্ড ভেঙে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর
কোহলির রেকর্ড ভেঙে পাকিস্তানকে সিরিজ জেতালেন বাবর
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল