X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সিরিজই শেষ হয়ে গেলো শরিফুলের

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৯ মে ২০২২, ১২:০৫আপডেট : ১৯ মে ২০২২, ১২:১১

দক্ষিণ আফ্রিকা থেকে ইনজুরি সঙ্গী করে দেশে ফিরতে হয়েছিল শরিফুল ইসলামকে। যদিও অ্যাঙ্কেলের চোটমুক্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফেরেন তিনি। কিন্তু চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং করতে গিয়ে ফের ছিটকে গেলেন বাঁহাতি এই পেসার। আঙুলের চোটে তার টেস্ট সিরিজ শেষ হয়ে যাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শরিফুল চাইলে সেই ডেলিভারিটার জন্য আক্ষেপ করতেই পারেন! তার বলেই তো মাথায় আঘাত পান বিশ্ব ফার্নান্ডো। আর কনকাশন-সাব হিসেবে নামার সুযোগ পান কাসুন রাজিথা। যার বোলিংয়ে ভুগতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। আর রাজিথার ডেলিভারিতেই টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শরিফুল।

ব্যাটিংয়ের সময় আঘাত পাওয়া শরিফুল চতুর্থ দিন বোলিং করেননি, পঞ্চম ও শেষ দিনে তাকে মাঠে দেখা যায়নি। বদলি হিসেবে ফিল্ডিংয়ে নামেন ইয়াসির আলী। শুধু চট্টগ্রাম টেস্ট নয়, ঢাকা টেস্ট থেকেও ছিটকে গেছেন এই পেসার। 

১৬৭তম ওভারের তৃতীয় বলের ঘটনা। রাজিথার শর্ট ডেলিভারি শরীর বরাবর আসলে ব্যাটে-বলে করতে পারেননি শরিফুল। বল গিয়ে আঘাত হানে তার ডান হাতের আঙুলে। সঙ্গে সঙ্গে মাঠে ঢোকেন ফিজিও বায়েজেদুল ইসলাম। শরিফুলের হাতের অবস্থা পর্যবেক্ষণ করে প্রাথমিক চিকিৎসা দেন তিনি। এরপর আবার ব্যাটিং শুরু করেন শরিফুল। কিন্তু ১৭০তম ওভারের প্রথম বল খেলতে গিয়ে ব্যথা পাওয়া জায়গায় টান পড়ে তার। মাটিতে বসে পড়েন তিনি। এরপর আর ব্যাটিং করতে পারেননি। রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন তিনি।

পরে বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সরেতে শরিফুলের কনিষ্ঠা আঙুলে চিড় ধরা পড়েছে। চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। চট্টগ্রাম টেস্ট শেষে শুক্রবার ঢাকা ফিরবে বাংলাদেশ দল। তবে শরিফুল আজই ফিরছেন ঢাকায়।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)