X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

লাঞ্চের আগে প্রাপ্তি ২ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২২, ১২:২১আপডেট : ১৯ মে ২০২২, ১২:২১

পঞ্চম দিনের প্রথম সেশনটা মন্দ কাটেনি বাংলাদেশের। দিনের শুরুতে যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল শ্রীলঙ্কা, সেখান থেকে স্বাগতিকরা দারুণভাবে ম্যাচে ফিরেছে তাইজুল ইসলামের চমৎকার বোলিংয়ে। লাঞ্চের আগে বাংলাদেশ পেয়েছে ২ উইকেট, দুটিই এই স্পিনারের শিকার।

আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সফরকারীরা লাঞ্চের আগে ৪৪ ওভারে ৪ উইকেটে করেছে ১২৮ রান। তাতে লিড নিয়েছে ৬০ রানের। অপরাজিত আছেন দিমুথ করুণারত্নে (৪৪*) ও ধনাঞ্জয়া ডি সিলভা (১২*)। প্রথম ইনিংসে লঙ্কানদের ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৪৬৫ রান।

ম্যাথুজকে রানই করতে দেননি তাইজুল

মাত্র ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। আক্ষেপ-হতাশা থাকাই স্বাভাবিক, যদিও লঙ্কান ব্যাটার তৃপ্তির ঢেকুর তুলেছিলেন। কিন্তু প্রথম ইনিংসের ম্যাথুজের ছিটেফোঁটাও পাওয়া গেলো না দ্বিতীয় ইনিংসে। এবার তাকে রানের খাতাই খুলতে দেননি তাইজুল ইসলাম।

তাইজুলের ঘূর্ণিতে চট্টগ্রাম টেস্টে রোমাঞ্চের আভাস। যে শ্রীলঙ্কা দিনের শুরুতে ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশের ওপর, সেই তারাই ব্যাকফুটে চলে গেছে তাইজুলের জোড়া আঘাতে। এই স্পিনার কুশল মেন্ডিসকে ফেরানোর কিছুক্ষণ পর প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন ম্যাথুজকে। প্রথম ইনিংসে একা হাতে বাংলাদেশকে শাসন করা অভিজ্ঞ এই ব্যাটারকে ফিরিয়ে স্বস্তির হাওয়া স্বাগতিক ডাগ আউটে।

ক্রিজে আসার পর থেকে অস্বস্তি দেখা যাচ্ছিল ম্যাথুজের ব্যাটিংয়ে। টিকতেও পারলেন না। তাইজুলকে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে। যাওয়ার আগে ১৫ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি প্রথম ইনিংসে ১৯৯ রানের অসাধারণ ইনিংস খেলা সাবেক লঙ্কান অধিনায়ক।

আগ্রাসী মেন্ডিসকে ফেরালেন তাইজুল

খেলা চলছে টেস্ট, কিন্তু কুশল মেন্ডিসের ব্যাটিং দেখে তা বলবে কে! যেন টি-টোয়েন্টি খেলতে নেমেছেন তিনি। বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে বাউন্ডারির পর বাউন্ডারি হাঁকাচ্ছিলেন। আগ্রাসী এই ব্যাটারকে অবশেষে থামালেন তাইজুল ইসলাম।

রীতিমতো ঝড় তুলেছিলেন মেন্ডিস। খালেদ আহমেদের টানা তিন বলে মারেন তিন বাউন্ডারি। নাঈম হাসানের আরেক ওভারে পরপর দুই বলে চার-ছক্কা হাঁকান তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে হাফসেঞ্চুরির কাছাকাছিও চলে গিয়েছিলেন। কিন্তু তাইজুলের ঘূর্ণির সামনে ৪৮ রানে থামতে হয়েছে মেন্ডিসকে। বাঁহাতি স্পিনারের বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

ফেরার আগে ৪৩ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় মেন্ডিস খেলে যান ৪৮ রানের ইনিংস। তার বিদায়ে শ্রীলঙ্কা হারায় তৃতীয় উইকেট।

শ্রীলঙ্কার লিড

পঞ্চম দিন দারুণভাবে শুরু করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের রান টপকে দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে সফরকারীরা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান বাড়িয়ে নিচ্ছেন কুশল মেন্ডিস ও দিমুথ করুণারত্নে।

চতুর্থ দিনের ২ উইকেটে ৩৯ রান নিয়ে শেষ দিন শুরু করে শ্রীলঙ্কা। বাংলাদেশ থেকে তারা পিছিয়ে ছিল তখন ২৯ রানে। পঞ্চম দিন লঙ্কানরা শুরু করে ভিন্ন পরিকল্পনা নিয়ে। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলে রান বাড়িয়ে নেওয়ার দিকে তাদের মনোযোগ। বিশেষ করে কুশল মেন্ডিস, টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে থাকেন তিনি। সিঙ্গেলসের চেয়ে বাউন্ডারিতে জোর দেন। তাতে দ্রুতই ১০০ ছাড়ায় শ্রীলঙ্কার স্কোর।

মেন্ডিসকে ফেরানোর সুযোগ অবশ্য তৈরি হয়েছিল বাংলাদেশের। তাইজুল ইসলামের ঘূর্ণি তার ব্যাটের কানায় লাগে। কিন্তু বল উইকেটকিপার ও প্রথম স্লিপের মাঝখান দিয়ে চলে যায়। আরেকবার দিমুথ করুণারত্নের ব্যাট ছুঁয়ে যাওয়া বল উইকেটকিপার লিটন দাস গ্লাভসে নেওয়ার আগেই মাটিতে পড়ে।

/কেআর/
সম্পর্কিত
জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে ভুগিয়ে মাস সেরা কামিন্দু
সিরিজ হারে সাতে নেমে গেছে বাংলাদেশ
এমন ব্যর্থতায় ‘অপরাধবোধ’ নেই শান্তর
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!