X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে এনামুল, আছেন সাকিবও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২২, ২১:২১আপডেট : ২২ মে ২০২২, ২১:৫৮

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হতেই বাংলাদেশ দল চলে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই সফরের জন্য তিন ফরম্যাটের আলাদা আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ছুটি নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে। বিসিবিও তার ছুটি মঞ্জুর করেছে। ফলে কোনও ফরম্যাটে নেই এই উইকেট কিপার ব্যাটার।

কিছু দিন ধরেই গুঞ্জন ছিল সাকিব ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে খেলবেন না। তবে নির্বাচকরা তিন ফরম্যাটেই তাকে রেখে দল ঘোষণা করেছে। বাংলাদেশ দল আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে বিমানে চড়বে।
 
ক্যারিবীয় সফরে টেস্ট দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর ফিরেছেন মোস্তাফিজুর রহমান। ২০২১ সালে ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলেছিলেন। এরপর বাংলাদেশ দল ১০টি টেস্ট খেললেও তার কোনোটাতেই ছিলেন না। তীব্র সমালোচনার মুখে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টে ফিরছেন বাঁহাতি এই পেসার। বিশেষ করে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের ইনজুরিতে টিম ম্যানেজমেন্ট মোস্তাফিজকে চেয়েছিল। দক্ষিণ আফ্রিকায় ইনজুরিতে পড়া মেহেদী হাসান মিরাজ শ্রীলঙ্কা সিরিজ মিস করেছেন। ইনজুরি কাটিয়ে তিনিও ফিরেছেন টেস্ট দলে। তবে ইনজুরিতে বাদ পড়েছেন অফস্পিনার নাঈম হাসান।  

এদিকে ওয়ানডে সিরিজেও বেশ কিছু পরিবর্তন এসেছে। প্রিমিয়ার লিগে ১ হাজারের বেশি রান করা এনামুল ফিরেছেন দলে। যিনি ২০১৯ সালে কলম্বোতে লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ ওয়োনডে খেলেছিলেন। পাশাপাশি ফিরেছেন মোসাদ্দেক। তিনিও দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালে জিম্বাবুয়ে সফরে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন সাইফউদ্দিনও। তবে ইনজুরির কারণে টেস্ট দলে না থাকলেও ওয়ানডে দলে আছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সেখানে বাদ পড়েছেন ফর্ম নিয়ে সমালোচিত ওপেনার নাঈম শেখ। ওয়ানডের মতো কুড়ি ওভারের ফরম্যাটেও আছেন এনামুল। ২০১৫ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তিনি।

এছাড়া ওয়ানডের মতো টি-টোয়েন্টিতে আছেন মোসাদ্দেক হোসেন। তাসকিনকে ওয়ানডে দলে রাখলেও টি-টোয়েন্টিতে রাখেনি নির্বাচকরা। সাইফউদ্দিন ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও ফিরেছেন। শারজাতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছিলেন পেস বোলিং এই অলরাউন্ডার। 

আনুষ্ঠানিকভাবে সূচি চূড়ান্ত না হলেও দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়ার কথা টেস্ট সিরিজ দিয়ে। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন। এরপর দ্বিতীয় টেস্ট ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২৪ জুন থেকে। টেস্টের পর তিন টি-টোয়েন্টি হবে ২, ৩ ও ৭ জুলাই। এরপর তিন ওয়ানডে হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

টেস্ট স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান।

ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, এনামুল হক বিজয়।

টি-টোয়েন্টি দল

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়,  সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফউদ্দিন।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক গ্রেফতার
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক গ্রেফতার
করোনার টিকা প্রত্যাহার করবে অ্যাস্ট্রাজেনেকা
করোনার টিকা প্রত্যাহার করবে অ্যাস্ট্রাজেনেকা
কেন্দ্রে দায়িত্বে থাকা দুজনের কাছে পাওয়া গেলো ৫০ হাজার টাকা, ব্যালটে ৩০০ জাল ভোট
কেন্দ্রে দায়িত্বে থাকা দুজনের কাছে পাওয়া গেলো ৫০ হাজার টাকা, ব্যালটে ৩০০ জাল ভোট
‘রবীন্দ্রনাথ বাঙালিকে আলোর পথ দেখিয়েছেন’
‘রবীন্দ্রনাথ বাঙালিকে আলোর পথ দেখিয়েছেন’
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ