X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে শুরুতেই কাঁপিয়ে দিয়েছে লঙ্কান পেস বোলিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২২, ১০:৩১আপডেট : ২৩ মে ২০২২, ১১:৩৬

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জেতেনি বাংলাদেশ। তার পরেও প্রথম ইনিংসে ব্যাটিংয়ের শুরুটা ছিল দারুণ। দ্বিতীয় টেস্টে স্বাগতিকরা টস জিতলেও ব্যাটিংয়ের শুরুটা হয়ে গেলো নড়বড়ে। মিরপুরে ৫ উইকেট তুলে নিয়ে তাদের শুরুতেই কাঁপিয়ে দিয়েছে লঙ্কান পেসাররা।

প্রথমে দুই ওভারে স্বাগতিকদের দুই ওপেনারকে সাজঘরে পাঠায় শ্রীলঙ্কা। ১৭ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ৪৭ রান। শুরুর ধাক্কা সামলাতে ব্যাট করছেন মুশফিকুর রহিম (১৯) ও লিটন দাস (১০)। 

প্রথম বলটি ফুলার লেংথে দিয়ে মাহমুদুল হাসান জয়কে ভড়কে দিয়েছিলেন পেসার কাসুন রাজিথা। দ্বিতীয় বলে দুর্বল ডিফেন্সের খেসাড়তও দেন বোল্ড হয়ে। ফুটওয়ার্ক ঠিকমতো না করায় বল ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে আঘাত করে স্টাম্পে। তাতে শূন্য রানে সাজঘরে ফেরেন মাহমুদুল।

দ্বিতীয় ওভারে তামিম ইকবালও ফেরেন ডাক মেরে। আরেক পেসার আসিথা ফার্নান্ডোর লেংথ বল লেগ সাইডে খেলতে গেলে তা লিডিং এজ হয়ে জমা পড়ে পয়েন্টে থাকা জয়াবিক্রমার হাতে।

তার পর মাঠে নামেন অধিনায়ক মুমিনুল হক। বাজে ফর্মে থাকা এই বামহাতি দুটি চার মেরে স্কোরবোর্ডে রান যোগ করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। বরং বিপদ বাড়িয়ে দেন আরও। ফার্নান্ডোর অফ স্টাম্পের বাইরের লেংথ বল খেলবেন কি খেলবেন না, এই দ্বিধা-দ্বন্দ্বে ভুগছিলেন। কিন্তু ব্যাট নামাতে দেরি করায় বল এজ হয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। শেষ টেস্টে ২ রান করা মুমিনুল এবার করতে পেরেছেন ৯ রান। 

তার পর বাংলাদেশকে ধ্বসস্তুপে পরিণত করে ছাড়েন রাজিথা। প্রথম টেস্টে দারুণ বল করা এই পেসার পর পর জোড়া আঘাতে সাজঘরে ফেরান নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানকে। তার চতুর্থ ডেলিভারিতে ভেতরে টার্ন করা বল নাজমুল বিলাসী ভঙ্গিতে ড্রাইভ করতে গিয়েছিলেন। কিন্তু বল ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে স্টাম্পে আঘাত করলে ৮ রানে ফেরেন এই ব্যাটার।

সাকিব তার পরের বলেই এলবিডাব্লিউ হয়েছেন। একই রকম ভেতরে ঢুকে পড়া ডেলিভারি দিলে পরাস্ত হন তিনি। লঙ্কানদের জোরালো আবেদনে আম্পায়ারও সাড়া দেন সঙ্গে সঙ্গে। বামহাতি অলরাউন্ডার রিভিউ নিলেও সাফল্য আসেনি তাতে। আম্পায়ার্স কলে শেষ পর্যন্ত শূন্য রানে ফিরেছেন এই অলরাউন্ডার।  

প্রথম টেস্টের পর দুটি পরিবর্তন প্রত্যাশিতই ছিল বাংলাদেশের। চোটের কারণে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম ও অফ স্পিনার নাঈম হাসান। এই টেস্টে শরিফুলের জায়গায় এসেছেন পেসার এবাদত হোসেন। আর নাঈমের জায়গায় এসেছেন অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক।   

লঙ্কান দলেও পরিবর্তন এসেছে দুটি। বামহাতি স্পিনার লাসিথ এম্বুলডেনিয়ার জায়গায় এসেছেন আরেক বামহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা। আরেকটি পরিবর্তনে বিশ্ব ফার্নান্ডোর বদলে এসেছেন পেসার কাসুন রাজিথা। রাজিথা অবশ্য প্রথম টেস্টে ফার্নান্ডোর কনকাশন সাব হিসেবে খেলেছিলেন।   

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
 
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাডা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্ডিমাল, নিরোশান দিকবেলা (উইকেটরক্ষক), রামেশ মেন্ডিস, প্রবীণ জয়াবিক্রমা, আসিথা ফার্নান্ডো, কাসুন রাজিথা।  
/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’