X
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
১৫ আশ্বিন ১৪৩০

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা মহারাজ

স্পোর্টস ডেস্ক 
১৫ আগস্ট ২০২২, ১৩:০৯আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৩:০৯

দক্ষিণ আফ্রিকায় ২০২১-২০২২ মৌসুমটা অকল্পনীয় কেটেছে কেশব মহারাজের। তিন ফরম্যাটে বামহাতি স্পিনিং অলরাউন্ডারের অবদান ছিল অসামান্য। যার স্বীকৃতি স্বরূপ দক্ষিণ আফ্রিকার সবচেয়ে মর্যাদার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন তিনি।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ‘সিএসএ-২০২২’ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে রবিবার। যেখানে গতবারের কেউই এই পুরস্কার জিততে পারেননি। টেস্টের বর্ষসেরা হয়েছেন পেসার কাগিসো রাবাদা। ইয়ানেমান মালান ও এইডেন মারক্রাম হয়েছেন যথাক্রমে ওয়ানডে ও টি-টোয়েন্টির সেরা। মার্কো ইয়ানসেন জিতেছেন উদীয়মানদের জন্য নির্ধারিত অ্যাওয়ার্ড। আর বছরময় ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়ানো ডেভিড মিলার ভক্তদের ভোটে জিতেছেন ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড।

মহারাজ সব মিলিয়ে এই সময় ৭১টি উইকেট নিয়েছেন। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল হ্যাটট্রিক। তাছাড়া দুবার করে সাত উইকেট শিকারও করেছেন। আর সেটি করেছেন বাংলাদেশের বিপক্ষেই। ব্যাট হাতেও খেলেছেন দায়িত্বশীল ইনিংস।

রাবাদা আবার প্রোটিয়াদের হয়ে আলো ছড়িয়েছেন বল হাতে। শেষ ৮ টেস্টে ৪৩ উইকেট নিয়েছেন। তাতে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পেরেছে প্রোটিয়া দল।

ওয়ানডের সেরা হওয়া মালান এপ্রিলের পর থেকে ১৭ ওয়ানডেতে প্রায় ৫০ গড়ে রান তুলেছেন। দুটি সেঞ্চুরির পাশাপাশি ছিল চারটি হাফসেঞ্চুরিও। মারক্রাম আবার টি-টোয়েন্টি বিশ্বকাপসহ পুরো মৌসুম জুড়ে বিস্ফোরক ফর্মে ছিলেন। ৩৯১ রান করেছেন তিনি। যার স্বীকৃতি হিসেবে টি-টোয়েন্টির ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও তার অবস্থান হয়েছে ৩ নম্বরে।

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
পারলেন না ইমরানুর
পারলেন না ইমরানুর
নওয়াজের আক্ষেপ এবং ভারত, বাংলাদেশ ও পাকিস্তান
নওয়াজের আক্ষেপ এবং ভারত, বাংলাদেশ ও পাকিস্তান
শিশুপুত্রকে নিয়ে বিষপান, ছেলের মৃত্যু হলেও চিকিৎসক মায়ের অবস্থা আশঙ্কাজনক
শিশুপুত্রকে নিয়ে বিষপান, ছেলের মৃত্যু হলেও চিকিৎসক মায়ের অবস্থা আশঙ্কাজনক
লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
শর্ত মেনে বিদেশ যেতে ‘রাজি নন’ খালেদা জিয়া
শর্ত মেনে বিদেশ যেতে ‘রাজি নন’ খালেদা জিয়া
মেনেনডেজকে দিয়ে লবিস্ট গ্রুপ কি আরও কাজ করিয়েছিল?
মেনেনডেজকে দিয়ে লবিস্ট গ্রুপ কি আরও কাজ করিয়েছিল?
অচলের পথে মার্কিন সরকার
অচলের পথে মার্কিন সরকার
সাকিবের ইনজুরি নিয়ে নানা মন্তব্যে ক্ষুব্ধ মাশরাফি
সাকিবের ইনজুরি নিয়ে নানা মন্তব্যে ক্ষুব্ধ মাশরাফি
বিদেশ পালানোর সময় অনলাইন জুয়া চক্রের ‘মূলহোতা’ গ্রেফতার
বিদেশ পালানোর সময় অনলাইন জুয়া চক্রের ‘মূলহোতা’ গ্রেফতার