X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপসহ ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:৩১

নিউজিল্যান্ডের হয়ে প্রথম বিশ্বকাপ খেলতে নামছেন ফিন অ্যালেন ও মাইকেল ব্রেসওয়েল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলটি আবার ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে। বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে আগামী ৭ অক্টোবর।

দলে চোট সারিয়ে ফিরেছেন ফাস্ট বোলার অ্যাডাম মিলনে। সম্প্রতি চোটের কারণে বেশ কিছু সফরে তার খেলা হয়নি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গী হলেও সেখানে মূলত লকি ফার্গুসনের বদলি হয়ে ছিলেন। চোট জর্জর ক্যারিয়ারে ৩১ টি-টোয়েন্টিতে ৩২টি উইকেট নিয়েছেন মিলনে। তার যোগ দেওয়ায় কিউইদের ফ্রন্ট লাইন পেসারে যোগ হলেন চারজন- ফার্গুসন, টিম সাউদি, মিলনে ও ট্রেন্ট বোল্ট।  

অবশ্য দলে ফিরলেও মিলনের ফিটনেস নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘মিলনে ও মেডিক্যাল কর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা আত্মবিশ্বাসী হতে পেরেছি, সব কিছু ঠিক থাকলে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই তাকে আমরা পাচ্ছি। এখন এই সিরিজটা তার জন্য কঠিন পরীক্ষার। আমরা বিশ্বাস করি এই সময়ের মাঝে সে প্রস্তুত হয়ে যাবে। সেই কারণেই তাকে নির্বাচন করা।’ 

প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে থাকছেন ডেভন কনওয়ে। যদিও তার বিকল্প হিসেবে কেউ থাকছেন না। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, প্রয়োজন পড়লে অ্যালেন অথবা গ্লেন ফিলিপস এই দায়িত্ব পালন করতে পারবেন। পিঠের চোটের কারণে জায়গা হয়নি অলরাউন্ডার কাইল জেমিসনের।

নিউজিল্যান্ড দল:  কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট ও ফিন অ্যালেন।

/এফআইআর/
সম্পর্কিত
আসাদের নেতৃত্বে নিউগিনির টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার