X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

নিজেদের শক্তি বিশ্বকে দেখানোর সময় হয়েছে: বাংলাদেশ অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪১

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বাছাইয়ের ফাইনালে উঠতেই পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকার আসরে। এই আনন্দের মাঝে আছে শিরোপা উৎসবে মাতার উপলক্ষ। বাছাইয়ের ফাইনালে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রবিবার রাত ৯টায় বাংলাদেশ দল শিরোপার লড়াইয়ে নামবে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচে আইরিশদের সহজেই হারিয়েছে নিগার সুলতানার দল।

এর আগে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব খেলা বাংলাদেশ এই টুর্নামেন্টে দারুণ পারফর্ম করে যাচ্ছে। শুক্রবার থাইল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। ফাইনাল ম্যাচটির আগে অধিনায়ক নিগারের কণ্ঠে দৃঢ় প্রত্যয়, কতটা উন্নতি করেছেন তা দেখিয়ে দিতে চান গোটা বিশ্বকে।

বাংলাদেশ অধিনায়কের বক্তব্য, ‘আমরা এখানে (সংযুক্ত আরব আমিরাত) এসেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এবং আমরা তা পেরেছি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি, এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে আমরা কতটা ভালো, দল হিসেবে কতটা উন্নতি করেছি।’

আরব আমিরাতের বাছাই পর্বে অসাধারণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। সতীর্থদের এমন পারফরম্যান্সে গর্ববোধ করেন নিগার, ‘পুরো টুর্নামেন্টে আমার সতীর্থরা যেভাবে খেলেছে, অধিনায়ক হিসেবে আমি গর্ব অনুভব করি। এই ম্যাচটা (থাইল্যান্ডের বিপক্ষে) যদিও একটু ক্লোজ ম্যাচ ছিল। তারপরও আমার বিশ্বাস ছিল সবার প্রতি। দলের সবারও বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা বের করে আনতে পারবো। মেয়েরা দারুণ বোলিং ও ফিল্ডিং করেছে।’

বাংলাদেশ অধিনায়ক আরও বলেছেন, ‘আমার জন্য এটা অনেক বড় অর্জন। কারণ, প্রথমবার এত বড় ইভেন্টে খেলেছি দলের সঙ্গে। দলের সিনিয়ররা, সবাই আমাকে সাপোর্ট দিয়েছেন, সাহস দিয়েছেন। কোচ ও স্টাফরা সবসময় ইতিবাচক আবহ দিয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন।’

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। নিয়ম অনুযায়ী, বাছাই পর্বের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। ওই হিসেবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে। এছাড়া আগেই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াসহ ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল