X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

নিজেদের শক্তি বিশ্বকে দেখানোর সময় হয়েছে: বাংলাদেশ অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪১

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বাছাইয়ের ফাইনালে উঠতেই পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকার আসরে। এই আনন্দের মাঝে আছে শিরোপা উৎসবে মাতার উপলক্ষ। বাছাইয়ের ফাইনালে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রবিবার রাত ৯টায় বাংলাদেশ দল শিরোপার লড়াইয়ে নামবে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচে আইরিশদের সহজেই হারিয়েছে নিগার সুলতানার দল।

এর আগে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব খেলা বাংলাদেশ এই টুর্নামেন্টে দারুণ পারফর্ম করে যাচ্ছে। শুক্রবার থাইল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। ফাইনাল ম্যাচটির আগে অধিনায়ক নিগারের কণ্ঠে দৃঢ় প্রত্যয়, কতটা উন্নতি করেছেন তা দেখিয়ে দিতে চান গোটা বিশ্বকে।

বাংলাদেশ অধিনায়কের বক্তব্য, ‘আমরা এখানে (সংযুক্ত আরব আমিরাত) এসেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এবং আমরা তা পেরেছি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি, এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে আমরা কতটা ভালো, দল হিসেবে কতটা উন্নতি করেছি।’

আরব আমিরাতের বাছাই পর্বে অসাধারণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। সতীর্থদের এমন পারফরম্যান্সে গর্ববোধ করেন নিগার, ‘পুরো টুর্নামেন্টে আমার সতীর্থরা যেভাবে খেলেছে, অধিনায়ক হিসেবে আমি গর্ব অনুভব করি। এই ম্যাচটা (থাইল্যান্ডের বিপক্ষে) যদিও একটু ক্লোজ ম্যাচ ছিল। তারপরও আমার বিশ্বাস ছিল সবার প্রতি। দলের সবারও বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা বের করে আনতে পারবো। মেয়েরা দারুণ বোলিং ও ফিল্ডিং করেছে।’

বাংলাদেশ অধিনায়ক আরও বলেছেন, ‘আমার জন্য এটা অনেক বড় অর্জন। কারণ, প্রথমবার এত বড় ইভেন্টে খেলেছি দলের সঙ্গে। দলের সিনিয়ররা, সবাই আমাকে সাপোর্ট দিয়েছেন, সাহস দিয়েছেন। কোচ ও স্টাফরা সবসময় ইতিবাচক আবহ দিয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন।’

আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। নিয়ম অনুযায়ী, বাছাই পর্বের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। ওই হিসেবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে। এছাড়া আগেই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াসহ ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগকে নিষিদ্ধ করায় গরু ‘কোরবানি’ করলেন রফিকুল ইসলাম মাদানী
আ.লীগকে নিষিদ্ধ করায় গরু ‘কোরবানি’ করলেন রফিকুল ইসলাম মাদানী
রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুদ্ধবিরতি নিশ্চিত করতে বললেন জেলেনস্কি
রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুদ্ধবিরতি নিশ্চিত করতে বললেন জেলেনস্কি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
আমের এই আচার বানিয়ে ফেলা যায় তেল ছাড়াই
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ