X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কোহলি-সূর্যকুমারের ব্যাটে সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০০:৫১

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে জমজমাট এক লড়াই হলো ভারত ও অস্ট্রেলিয়ার। দুই দলের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের ব্যাটে শেষ ওভারের রোমাঞ্চে শেষ হাসি হাসলো স্বাগতিকরাই। শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১১ রানের। দ্বিতীয় বলে কোহলিকে হারালেও জয় পেতে সমস্যা হয়নি স্বাগতিকদের। ৬ উইকেট হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো রোহিত শর্মার দল।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ৩০ রানে দুই ওপেনার লোকেশ রাহুল (১) ও রোহিত শর্মা (১৭) ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব মিলে ১০৪ রানের দুর্দান্ত জুটি গড়েন। ৩৬ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৬৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে সূর্যকুমার আউট হলেও ম্যাচে প্রভাব পড়েনি। হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে কোহলি ৩৪ রানের জুটি গড়েন।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রানের। কোহলি প্রথম বলে ছক্কা মেরে ব্যবধান কমিয়ে আনেন। তবে জয় থেকে ৫ রান দূরে থাকতে তিনি ড্যানিয়েল সামসের শিকার হন। তবে পান্ডিয়া ও দিনেশ কার্তিকের দৃঢ়তায় ১ বল হাতে রেখেই ৬ উইকেট লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। কোহলি ৪৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় নিজের ৬৩ রানের ইনিংসটি সাজিয়েছেন।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ড্যানিয়েল সামস সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন ও টিম ডেভিডের জোড়া হাফসেঞ্চুরি ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ওপেনার ক্যামেরন ভালো করলেও  টপ অর্ডারে ব্যাটিং করা অ্যারন ফিঞ্চ (৭), স্টিভেন স্মিথ (৯) ও গ্লেন ম্যাক্সওয়েল (৯) রানের বেশি করতে পারেননি। ক্যামেরন ২১ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫২ রানের টর্নেডো ইনিংস খেলেন। এছাড়া টিম ডেভিড ২৭ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন। বাকি ব্যাটারদের মধ্যে কেবল জশ অ্যাঙ্গলিশ ২২ বলে ২৪ ও ড্যানিয়েল সামস ২০ বলে ২৮ রানের  ইনিংস খেলতে পেরেছেন।

ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ৩৩ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। ভুবনেশ্বর, চাহাল ও প্যাটেল একটি করে উইকেট নিয়েছেন।

 

/আরআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
ঘামে ভেজা ত্বকের যত্নে...
ঘামে ভেজা ত্বকের যত্নে...
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা