X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অবিশ্বাস্য ম্যাচ জিতে সমতায় পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:২৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০২:০০

নিজেদের মাটিতে আগের তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছিল স্বাগতিক পাকিস্তান। তবে রবিবার (২৫ সেপ্টেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক ম্যাচ জিতে ৭ ম্যাচ সিরিজে ২-২ এ সমতায় ফিরেছে বাবর আজমের দল।

রবিবার পাকিস্তানের দেওয়া ১৬৭ রানের লক্ষ্যে খেলতে গিয়ে ১৬৩ রানে থামে ইংল্যান্ডের স্কোর। শেষ ১২ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৯ রানের, হাতে তখন ৩ উইকেট। কিন্তু পেসার হারিস রউফের বোলিংয়ে মামুলি এই লক্ষ্য ছুঁতে পারেনি ইংলিশরা। শেষ পর্যন্ত ৪ বল আগেই ১৬৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে ৩ রানের অবিশ্বাস্য এক জয় পায় স্বাগতিকরা।

করাচির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ হাসনাইনের বোলিং তোপে পড়ে সফরকারীরা। দলীয় ১৪ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ইংলিশরা। তবে চতুর্থ উইকেটে বেন ডাকেট ও হ্যারি ব্রুকের ৪৩ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামলে ওঠে তারা। ডাকেট ২৪ বলে ৩৪ রান করে নওয়াজের শিকারে পরিণত হন। এরপর মঈন আলীকে সঙ্গে নিয়ে হ্যারি ব্রুক ৪৯ রানের আরও একটি ‍জুটি গড়েন। মঈন ২০ বলে ২৯ রান করে নওয়াজের শিকার হন।

এরপর ৮ নম্বরে নেমে লিয়াম ডসনের ১৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৪ রানের ঝোড়ো ইনিংসে জয়ের দ্বারপ্রান্তেই ছিল ইংল্যান্ড। কিন্তু হারিস রউফের করা ১৯তম ওভারেই এলোমেলো হয়ে যায় ইংলিশদের জয়ের স্বপ্ন। পরপর দুই ডেলিভারিতে ডসন (৩৪) ও অলি স্টোন (০) ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। শেষ ৬ বলে ইংল্যান্ডে দরকার ৪ রান, হাতে ১ উইকেট। কিন্তু মোহাম্মদ ওয়াসিমের দ্বিতীয় বলে রেইস টপলে রান আউট হলে ৪ বল আগেই ম্যাচ জিতে যায় পাকিস্তান।

পাকিস্তানের বোলারদের মধ্যে হারিস রউস ৩২ রানে সর্বোচ্চ ৩টি উইকেট নেন। মোহাম্মদ নওয়াজও ৩৫ রানে নেন ৩টি উইকেট। এ ছাড়া হাসনাইন ২টি এবং ওয়াসিম নেন ১টি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ওপেনিংয়ে ৯৭ রানের জুটি গড়ে আউট হন বাবর আজম (৩৬)। ২৮ বলে ৩ চারে নিজের ইনিংসটি সাজান পাকিস্তানের অধিনায়ক। তবে রিজওয়ান ৬৭ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮৮ রানে নিজের ইনিংসটি সাজিয়েছেন রিজওয়ান। এ ছাড়া শান মাসুদের ২১ ও আসিফ আলি অপরাজিত ১৩ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে পাকিস্তান।

ইলিংশ বোলারদের মধ্যে রেইস টপলে নেন সর্বোচ্চ ২টি উইকেট। ১টি করে উইকেট নেন লিয়াম ডসন এবং ডেভিড উইলি।

/আরআই/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!