X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিপিএলে দেশি ক্রিকেটার পাবেন সর্বোচ্চ ৮০ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:১১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৩

আগামী ৫ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হওয়ার কথা। ইতোমধ্যে বিসিবি আগামী তিন বছরের জন্য সাতটি ফ্র্যাঞ্চাইজিও নির্ধারণ করেছে। সোমবার ক্রিকেটারদের পারিশ্রমিক বেঁধে দিয়েছে বিসিবি। দেশি ও বিদেশি ক্যাটাগরিতে কে কত টাকা পাবেন, তা সাংবাদিকদের জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় দেশি ও বিদেশিদের আলাদা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরিতে একজন দেশি ক্রিকেটার পাবেন ৮০ লাখ টাকা, সর্বনিম্ন ৫ লাখ। অন্যদিকে বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে সর্বোচ্চ পারিশ্রমিক ৮০ হাজার ডলার।

দেশিদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’, সর্বনিম্ন ‘জি’। ক্যাটাগরি অনুযায়ী  ‘এ’ গ্রেডে পারিশ্রমিক ৮০ লাখ, ‘বি’ গ্রেডে ৫০ লাখ, ‘সি’ গ্রেডে ৩০ লাখ, ‘ডি’ গ্রেডে ২০ লাখ, ‘ই’ গ্রেডে ১৫ লাখ, ‘এফ’ গ্রেডে ১০ লাখ, ‘জি’ গ্রেডে ৫ লাখ টাকা।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট তিন ভেন্যুতে বিপিএলের নবম আসর অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ম্যাচ সংখ্যা ৪৬টি। এবার কোনও আইকন ক্রিকেটার থাকছে না। তবে সরাসরি চুক্তিতে একজন ক্রিকেটার অন্তর্ভুক্ত করা যাবে। এর বাইরে ৭ ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটার কিনতে হবে।

১১টি প্রতিষ্ঠান আবেদন করলেও রবিবার সেখান থেকে বেছে নেওয়া হয়েছে ৭টি প্রতিষ্ঠানকে। সোমবার সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ২ সপ্তাহ সময় দেওয়া হবে এসব প্রতিষ্ঠানকে। এরমধ্যে গ্যারান্টি মানি (প্রায় ১০ কোটি) জমা দিয়ে নিজেদের ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করতে হবে।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন