X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাওয়ার প্লেতে সাফল্য নেই বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ০৮:৩৭আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৯:০৪

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপেনিং জুটি দুর্দান্ত। তারই ধারাবাহিকতা দেখা গেলো বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে। ওপেনিংয়ে দারুণ শুরু এনে দিয়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের চমৎকার ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনও উইকেট পায়নি বাংলাদেশ।

আজ (শুক্রবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের স্কোর ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৩ রান।

বাবর-রিজওয়ানের ম্যাজিক্যাল ওপেনিং জুটির সাফল্য চলছেই। উইকেট ধরে রেখে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার চেষ্টা বাংলাদেশের বিপক্ষেও সচল থাকলো। পাওয়ার প্লেতে তারা উইকেট হারাতে দেয়নি পাকিস্তানকে। প্রথম ৬ ওভারে বাবর-রিজওয়ান স্কোরে জমা করে ৪৩ রান।

টস করলেন সোহান, একাদশে নেই সাকিব

নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের শুরুতেই অন্যরকম দৃশ্য বাংলাদেশ দলে! টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে নেই। তার জায়গায় বাবর আজমের সঙ্গে টস করলেন নুরুল হাসান সোহান। তিনি টস জেতায় শুরুতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

আজ (শুক্রবার) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই সিরিজের অফিসিয়াল ফটোসেশনে অনুপস্থিত ছিলেন নিয়মিত অধিনায়ক সাকিব। তার জায়গায় নিউজিল্যান্ড ও পাকিস্তানের অধিনায়কের সঙ্গে ফটোসেশন করেছিলেন সাকিবের ডেপুটি সোহান। ম্যাচেও টস করলেন এই উইকেটকিপার ব্যাটার। ভিসাসংক্রান্ত জটিলতায় সাকিবের নিউজিল্যান্ড পৌঁছাতে দেরি হয়েছে। ম্যাচেও সম্ভবত সেটির প্রভাব পড়েছে।

সাকিব না থাকায় একাদশে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বোলিং আক্রমণে তার সঙ্গে আছেন তিন পেসার-তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে ওপেনিংয়ে যথারীতি সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি