X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

এটা আমাদের ব্যর্থতা: বিসিবি পরিচালক

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৩ অক্টোবর ২০২২, ১৮:২২আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ২০:৩১

নিজেদের মাঠে ভিনদেশি চারটি দল ফাইনালে উঠার লড়াই করছে। অথচ তাতে নেই স্বাগতিক বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ হাতছাড়া, আরব আমিরাতের বিপক্ষে ভাগ্যের ছোঁয়া না থাকা; সব মিলে নারী এশিয়া কাপ ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। নিগারদের হতাশায় মোড়ানো পারফরম্যান্স নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির পরিচালক ও উইমেন্স কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। দলের ব্যর্থতাকে নিজেদের ব্যর্থতা হিসেবে দেখছেন এই পরিচালক।

শফিউল আলম নাদেলের হতাশ হওয়াটা স্বাভাবিক। কেননা তার তত্ত্বাবধানেই চলছে নারী ক্রিকেট দলের কার্যক্রম। দল হিসেবে তাদের সাফল্যও কম নয়। কিন্তু ঘরের মাঠে এভাবে ব্যর্থ হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে। সিলেটের মাটিতে বাংলাদেশ অন্তত ফাইনাল খেলবে এমন প্রত্যাশায় ছিলেন তিনি। দেখা গেলো বাস্তবে প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে বিস্তর ফারাক। ছোট দলের বিপক্ষে জিতলেও ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সামান্যতম লড়াইও করতে পারেনি।

নিজেদের মাটিতে বাংলাদেশের এমন বিদায় মেনে নিতে পারছেন না বিসিবির এই পরিচালক, ‘আমাদের জন্য বিষয়টি আসলেই হতাশার। আমরা স্বাগতিক, গত আসরের চ্যাম্পিয়ন ছিলাম; প্রস্তুতি ছিল, খেলোয়াড়দের সেই সামর্থ্যও আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পারিনি, এটাই হলো বাস্তবতা। আমাদের কোন কোন জায়গায় ঘাটতি আছে, সেগুলো দ্রুত সংশোধন করতে হবে। আগামী টুর্নামেন্টের জন্য বলেন বা সিরিজের জন্য; আমাদের প্রস্তুত হতে হবে। কারণ, যেটা গেছে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবো। সংশোধনের পথ খুঁজবো।’

অনেক দিন বিদেশি কোচের পাশাপাশি বিশেষজ্ঞ কোচ নেই নারী দলের। স্থানীয় কোচ দিয়েই কাজ চলছে। ২০২০ সালের মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় সাবেক ক্রিকেটার অঞ্জু জৈন ছিলেন হেড কোচের দায়িত্বে। বাকি কোচিং স্টাফরাও ছিলেন ভারতীয়। তার পর লম্বা সময় ধরে চেষ্টা করেও বিদেশি কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। বিদেশি কোচিং স্টাফ খোঁজার ক্ষেত্রে চেষ্টার কোন ত্রুটি ছিল না বলেই জানালেন উইমেন্স কমিটির চেয়ারম্যান, ‘আমি দায়িত্ব নেওয়ার পরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছি বা প্রশ্নের সম্মুখীন হয়েছি, সেটা হলো কোচ। আমাদের তো আসলে চেষ্টার ত্রুটি ছিল না। বিভিন্ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, ব্যক্তিগতভাবে যোগাযোগও করেছি, এজেন্টদের সহায়তা নিয়েছি। কিন্তু আমাদের চাহিদামতো পাইনি। এই কারণে স্থানীয় কোচদের ওপর নির্ভর করতে হয়েছে।’

যদিও বিসিবির এই পরিচালক বাংলাদেশের ব্যর্থতার সকল দায় নিজেদের কাঁধেই তুলে নিয়েছেন, ‘এই আসরটি ছাড়া গত দুই তিন বছরে পারফরম্যান্স কিন্তু খারাপ ছিল না। ধীরে ধীরে ভালোই হচ্ছিল। কিন্তু এশিয়া কাপে এসে ব্যর্থ হলো। সকলের প্রত্যাশা ছিল আমরা চ্যাম্পিয়ন হবো। পারবো কি পারবো না, সেটা পরের বিষয়। কিন্তু লড়াইয়ে যেন থাকি। পারি নাই, এটা আমাদের ব্যর্থতা।’

গত কয়েক বছর আগেই নারী স্কুল ক্রিকেট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সম্ভব হয়নি। তবে নারী ক্রিকেটের উন্নতিতে এই বছরই স্কুল ক্রিকেট শুরু করার আশা করছেন নাদেল, ‘এই বছরই স্কুল ক্রিকেট শুরু করবো। প্যান্ডেমিকের কারণে গত দুই বছর পারিনি। ইতোমধ্যে বিভিন্ন ডিভিশনের সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলে পরিকল্পনা করেছি। এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে  স্কুল ক্রিকেট চালু করবো।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ