X
রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রোটিয়াদের হারিয়ে সেমির ক্ষীণ আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২২, ১৮:১৯আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৯:০৬

বিশ্বকাপে বৃষ্টি কখনও আশীর্বাদ বয়ে আনেনি দক্ষিণ আফ্রিকার। তার প্রমাণ এবারও মিললো। সিডনিতে বৃষ্টি নামার আগে তাদের লক্ষ্য ছিল ১৮৬। বৃষ্টি অনেকটা সময় কেড়ে নিলে পরে ১৪ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৪২। সেই লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের কাছে বৃষ্টি আইনে ৩৩ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালের ক্ষীণ আশাটুকু বেঁচে রইলো।

সুপার টুয়েলভে গ্রুপ দুইয়ে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে পাকিস্তান। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে প্রোটিয়ারা। ভারত ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। বাংলাদেশ ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।  

প্রোটিয়ারা বৃষ্টির আগেই বিপদে ছিল। তার চেয়েও বড় দুঃসংবাদ ছিল ডেভিড মিলার এই ম্যাচে নেই! তার অনুপস্থিতি কেমন প্রভাব ফেলে তার ফলটা তো হাতেনাতেই মিলেছে।

৮ ওভারের মধ্যে ৬৯ রানে পড়েছে ৪ উইকেট। কুইন্টন ডি কক (০) ও রাইলি রুশো (৭) জ্বলে ওঠার আগেই কাটা পড়েছেন। অষ্টম ওভারে তাদের সর্বনাশ করেছেন মূলত শাদাব খান। জোড়া আঘাতে ফিরিয়েছেন দুই সেট ব্যাটার তেম্বা বাভুমা (৩৬) ও এইডেন মারক্রামকে (২০)। বৃষ্টির পর ওভার কমে গেলে তখন চাপটা বাড়ে আরও। সেই চাপে পিষ্ট হয়ে তারা আর ম্যাচে ফিরতে পারেনি। হাইনরিখ ক্লাসেন ও ত্রিস্টান স্টাবসের ওপর অনেক কিছু নির্ভর করলেও প্রত্যাশা মেটাতে পারেননি। ক্লাসেন ১৫ রানে ফিরেছেন। তারপর একে একে সাজঘরে ফিরেছেন ওয়েইন পারনেল (৩), ত্রিস্টান স্টাবস (১৮)। দক্ষিণ আফ্রিকা ১৪ ওভারে ৯ উইকেটে করেছে ১০৮।

শাহীন আফ্রিদি ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৬ রানে দুটি উইকেট নেন শাদাব খান। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে অবদান রাখায় ম্যাচসেরাও তিনি। একটি করে উইকেট নিয়েছেন নাসিম, হারিস, ওয়াসিম। 

শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামলেও স্বীকৃত টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ ছিল এদিন। ৪৩ রানে বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান (৪), মোহাম্মদ হারিস (২৮), বাবর আজম (৬) ও শান মাসুদ (২)। ৯৫ রানে মোহাম্মদ নওয়াজ ফিরলে তখনও বোঝা যায়নি শেষটায় পাকিস্তান কী বারুদ জমিয়ে রেখেছে। তারপর মাত্র ৩৬ বলে ৮২ রানের বারুদ ঠাসা জুটি উপহার দিয়ে স্কোরবোর্ডের চেহারাই পাল্টে দেন শাদাব খান ও ইফতিখার আহমেদ। দুজনেই বিস্ফোরক ফিফটি পেয়েছেন। 

তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৮.৫ ওভারে জমা হয়েছে ১৭৭! শাদাব খান ২২ বলে ৫২ রানে ফিরলে জুটি ভাঙে। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছয়। পরের বলে বিদায় নেন নতুন নামা মোহাম্মদ ওয়াসিম। পরবর্তী ওভারের শুরুতে ইফতিখার আহমেদের দুর্দান্ত ইনিংসেরও সমাপ্তি ঘটে। ৩ চার ও ২ ছক্কায় তার ৩৫ বলের ইনিংসে ছিল ৫১ রান। টানা তিন বলে উইকেট পড়ায় শেষটা হয়ে পড়ে ধীরগতির। তারপরও ৯ উইকেট হারিয়ে ১৮৫ রানের বড় স্কোর পেয়েছে পাকিস্তান। প্রোটিয়াদের বাজে ফিল্ডিংও অবদান রাখে তাতে। ক্যাচ মিসের ঘটনা ঘটেছে ৫টি!  

প্রোটিয়াদের হয়ে ৪১ রানে সর্বোচ্চ ৪ উইকেট আইনরিখ নর্কিয়ার। একটি করে নিয়েছেন ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও তাবরেইজ শামসি।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
নাসাউ পিচ পেলো ‘অসন্তোষজনক’ রেটিং
বড় অঙ্কের বোনাস ফিরিয়ে দিয়ে অর্ধেক নিলেন দ্রাবিড়!
বিশ্বকাপে না খেলেও জয়সওয়াল, চাহালরা পাচ্ছেন ৫ কোটি রুপি
সর্বশেষ খবর
বিইউবিটিতে জাতীয় এআই অলিম্পিয়াড সম্পন্ন
বিইউবিটিতে জাতীয় এআই অলিম্পিয়াড সম্পন্ন
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
আ.লীগ নেতাসহ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত
বাংলাদেশি পণ্য আমদানিতে কঠোর হলো ভারত