X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বিসিএলে উত্তরাঞ্চলকে শিরোপা জেতালেন রাকিবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২২, ২৩:১৮আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ২৩:১৮

অভিজ্ঞ দুই ব্যাটার লিটন দাস ও মাহমুদউল্লাহ কেউই বড় রান করতে পারেননি। তারপরও ফজলে মাহমুদ, আকবর আলী ও শামীম হোসেনের দৃঢ়তায় স্কোরবোর্ডে কোন রকমে ২৪৪ রান তুলে বিসিবি উত্তরাঞ্চল। স্লো উইকেটে অল্প পুঁজিতে বিধ্বংসী বোলিং করেছেন উত্তরাঞ্চলের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। তার দারুণ ঘূর্ণিতে বিসিবি দক্ষিণাঞ্চলকে ৩ রানে হারিয়েছে উত্তরাঞ্চল।

রবিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৪৫ রানের জবাবে খেলতে নামে বিসিবি দক্ষিণাঞ্চল। শুরুতে নাঈম শেখ (১১) রান আউট হয়ে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে এনামুল হক ও জাকির হাসান মিলে ১০০ রানের জুটি করে দলকে ভালো অবস্থানে পৌঁছে দেন। কিন্তু ১০ রানের মধ্যে রাকিবুলের ঘূর্ণিতে দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দক্ষিণাঞ্চল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। যদিও নাসির হোসেন চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ২৪১ রানে থেমে যায় তারা। সর্বোচ্চ ৬১ রান আসে নাসিরের ব্যাট থেকে। এনামুল খেলেন ৫৯ রানের ইনিংস। এছাড়া জাকির হাসান ৪২ ও নাসুম আহমেদ ৩৮ রানের ইনিংস খেলেন।

যুব বিশ্বকাপজয়ী দলের স্পিনার রাকিবুল ২৯ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন। এছাড়া রিপন মণ্ডল ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে উত্তরাঞ্চল। ১৮ রানে দুই উইকেট হারানো দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সৈকত আলী ও ফজলে মাহমুদ রাব্বি। কিন্তু ২৭ রানের জুটি হতেই সৈকত আলী (২২) সাজঘরে ফেরেন। এরপর মাহমুদউল্লাহ ও ফজলে মাহমুদ মিলে ৭৮ রানের জুটি গড়েন। মাহমুদউল্লাহ ৩৯ রানে আউট হন। আকবর আলীর ৪১ বলে ৪৪ এবং শামীম হোসেন ২০ বলে ৩৭ রানের ইনিংস খেলে দলের স্কোরকে আড়াইশোর কাছাকাছি নিয়ে যান।  

দক্ষিণাঞ্চলের শরিফুল ইসলাম ৪৬ রানে নিয়েছেন তিনটি উইকেট। মেহেদী হাসান মিরাজ দুটি উইকেট নিয়েছেন।

 

/আরআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি