X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দলের বাইরে থেকে সুজনের ভিন্ন অভিজ্ঞতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৯:২০

টিম ডিরেক্টর হিসেবে গত কিছুদিন ধরেই জাতীয় দলের সঙ্গে ছিলেন খালেদ মাহমুদ সুজন। শুধু টিম ডিরেক্টরই নন, নানা ভূমিকাতে জাতীয় দলের হয়ে কাজ করেছেন। তবে বর্তমানে আছেন ছুটিতে। তাই তো ভারত সিরিজে ড্রেসিংরুমের বাইরে থেকে খেলা দেখেছেন। বুধবার ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। দলের বাইরে থেকে বাংলাদেশের খেলা দেখা এবং জয় উদযাপন করার ভিন্নরকম অভিজ্ঞতা সাবেক এই ক্রিকেটারের।

বৃহস্পতিবার মিরপুরে স্কুল ক্রিকেটের সর্বশেষ আসরে বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সুজন। সেখানেই নিজের ভিন্ন অভিজ্ঞতার কথা শোনান তিনি, ‘আমি তো সবসময় দলের অংশ, দলের বাইরে বা ভেতরে থাকা গুরুত্বপূর্ণ না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছি ততক্ষণ দলেরই অংশ। দলের ভেতরে থাকা হয়তো আলাদা জিনিস, তবে যেখানেই থাকি সবসময় যোগাযোগ তো হচ্ছেই। তবে মাঠে থাকতে পারাটা, জয়ের সময় থাকাটা সবসময়ই আনন্দের।’

সুজন আরও বলেছেন, আমি অনেকদিন পর আসলে দলের বাইরে থেকে দলের খেলা দেখলাম। এটাও বড় অভিজ্ঞতা। সবাই কত এক্সাইটেড থাকে যখন বাংলাদেশ দলে খেলে। যখন ফোন কলগুলো পেতাম দলে থাকার সময় সেটা এখন বুঝি কেন সবাই এক্সাইটেড থাকে।

ভারতকে হোয়াইটওয়াশ করার সম্ভব জোনিয়ে সুজন বলেন, আমরা এখনও আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। যদিও দুটি ম্যাচ আমরা জিতেছি। তবে টপ অর্ডার থেকে আরও ভালো ব্যাটিং আশা করি। বোলারদের পারফরম্যান্সে আমি খুবই খুশি। বিশেষ করে চাপের মধ্যে তারা যেরকম বোলিং করেছে। এখন টপ অর্ডারে একটা বড় জুটি, কারও বড় রান দেখার অপেক্ষায়। চট্টগ্রামের উইকেটে যা খুবই সম্ভব। আমরা যদি ভালো ব্যাট করি, ভালো জায়গায় বল করি, আরেকটা জয় খুবই সম্ভব। ওয়ানডে ক্রিকেটে আমরা যে কোনও দলকে হারাতে পারি। সেই সাহস ও সামর্থ্য আমাদের দুটোই আছে।

/আরআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা