X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

সাগরিকায় টপ অর্ডারের ব্যাট হাসবে তো?

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৯ ডিসেম্বর ২০২২, ১৬:২৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৬:২৮

মিরপুরের স্লো উইকেটে টপ অর্ডারকে রান খরায় ভুগতে হয়েছে। ভারতের বিপক্ষে দুই ওয়ানডেতে ভেঙে পড়েছিল মিডল অর্ডারও। তবু বাংলাদেশকে ম্যাচ জিততে সমস্যা হয়নি। তবে টপ অর্ডারের ব্যর্থতা চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশ শিবিরের।

সাগরিকার বুকে চট্টগ্রামে হচ্ছে শেষ ওয়ানডে। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে। এখন টপ অর্ডারদের কাছ থেকে বড় স্কোর আশা করছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ফিল্ডিং কোচ শেন টিমোথি ম্যাকডারমট শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেই আশার কথাই শুনিয়ে গেছেন, ‘এটা আমাদের জন্য চিন্তার বিষয়। তবে এখানে ভালো উইকেট, অসমান বাউন্স থাকবে না। আমাদের যেমন ব্যাটিং লাইনআপ তাতে করে অন্তত ৪০ ওভার পর্যন্ত টপ অর্ডারের ব্যাটিং করা উচিত। যেন আমরা ম্যাচটিকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি। প্রথম ২০ বলের কঠিন ধাপটি ছেলেরা পেরিয়ে যেতে পারছে, যা খুব কঠিন। ২০ বলকে ৫০-১০০ বলে নিয়ে যেতে হবে, এটা করতে পারলে ম্যাচ জেতানো ইনিংস বের হবে। আশা করি টপ অর্ডারে কোন একজন এমন ইনিংস খেলতে পারবে।’

ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিত হওয়ায় সেই অর্থে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ নয়। তবে ভারতকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারাটা হবে বিশাল অর্জন হবে। বাংলাদেশের লক্ষ্য সেটাই। তারপরও ক্রিকেটারদের কিছুটা নির্ভার রাখতে আজ ঐচ্ছিক অনুশীলনের সিডিউল ছিল। ফলে অধিনায়ক লিটন দাসসহ সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান অনুশীলনে আসেননি। টানা দুই ম্যাচের ধকল সামলাতেই তাদের বিশ্রাম।

আগের দুই ম্যাচে ব্যর্থ হওয়া ক্রিকেটার এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আফিফ হোসেনরা কঠোর পরিশ্রম করেছেন। স্টেডিয়ামের এক পাশের নেটে টানা ব্যাটিং করেছেন তারা। উদ্দেশ্য পরিষ্কার- সাগরিকার বুকে রানের ফুল ফোটানো। এমনিতেই বাংলাদেশের ব্যাটারদের জন্য চট্টগ্রামের উইকেট পয়মন্ত। এই ভেন্যুর ব্যাটিং বান্ধব উইকেটে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন স্বাগতিক ব্যাটাররা। স্বাভাবিক ভাবেই এমন উইকেটে রানে ফিরতে মরিয়া থাকবে টপ অর্ডার।

তামিম না থাকায় ওপেনিংয়ে পরিবর্তন এনে খেলানো হচ্ছে নাজমুল হোসেন শান্তকে। মূলত ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন সেট করতেই টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত। যদিও দু’জনের কেউই সেভাবে রানের দেখা পাননি। প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের পর দ্বিতীয় ম্যাচে খেলেন ২১ রানের অস্বস্তিকর এক ইনিংস। এনামুলের অবস্থাও একই। দুই ম্যাচে তার রান ১৪ ও ১১। অধিনায়ক লিটন দাস প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ ৪১ রান করলেও শেষ ম্যাচে ৭ রানে বিদায় নিয়েছেন। মিডল অর্ডারে খেলা মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও আফিফ হোসেনও আছেন রান খরায়। প্রথম ম্যাচে ২৯ রান করা সাকিব দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৮ রানের ইনিংস। আফিফের দুই ম্যাচের রানও বিব্রতকর ৬, ০। দলের সেরা ব্যাটার মুশফিকের ব্যাটও হাসছে কই? প্রথম ম্যাচে ১৮ রানের পর দ্বিতীয় ম্যাচে ১২ রানে আউট হয়েছেন।

ফিল্ডিং কোচ তাদের নিয়ে বলেছেন, ‘অবশ্যই শীর্ষ ৫-৬ ব্যাটারকে দায়িত্ব নিতে হবে। এই মুহূর্তে আমাদের ৮ ব্যাটারের দিকে দেখুন, যারা ম্যাচ জেতানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা এমন একটি সংস্কৃতি তৈরি করতে চাই, শীর্ষ চার হোক বা আট, সবাই যেন ম্যাচ জেতাতে পারে।’

মিডল অর্ডারে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার মুশফিকুর রহিম। কিন্তু ভারতের বিপক্ষে শেষ দুটি ম্যাচে রান করতে পারেননি। প্রথম ম্যাচে মিরাজ-মোস্তাফিজের ৫১ রানের জুটি এবং দ্বিতীয় ম্যাচে মিরাজ-মাহমুদউল্লাহর ১৪৮ রানের জুটির কল্যাণেই বাংলাদেশ জয় পেয়েছে। সামনে টেস্ট সিরিজ থাকায় মুশফিকের রানে ফেরাটা জরুরি। বাংলাদেশের ফিল্ডিং কোচ আশাবাদী মুশফিকের রানে ফেরা সময়ের ব্যাপার, ‘মুশফিকের দীর্ঘ ক্যারিয়ার, তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তার দায়িত্বই ইনিংসটাকে গভীরে নিয়ে যাওয়া এবং প্রতিপক্ষকে চাপে ফেলা। শেষ ম্যাচে হয়তো সেটি পারেননি। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে মুশফিকের প্রস্তুতি এবং ক্রিকেট নিয়ে যে বোঝাপড়া, আপনি এর চেয়ে বেশি তার কাছ থেকে কিছু চাইতে পারেন না।’

/এফআআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
কালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
উপজেলা নির্বাচনকালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র