X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লার কোচ সালাউদ্দিনকে শাস্তি দিল বিসিবি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৩, ২২:৫২আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ২২:৫৭

ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ হারের পর এডিআরএসের গ্রহণযোগ্যতা ও আম্পায়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আর তাতেই বড় শাস্তি পেলেন কুমিল্লার এই কোচ। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ছাড়াও নিজের নামের সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে তার।

রবিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানা ছাড়াও তার নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

এর আগে শনিবার (১৪ জানুয়ারি) কুমিল্লার ব্যাটিংয়ের সময় বরিশালের স্পিনার ইফতেখার আহমেদের বল খেলতে গিয়ে মিস করেন জাকের আলী। ঢাকায় শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া জাকেরের উইকেট কুমিল্লার জন্য ছিল অতিগুরুত্বপূর্ণ। খালি চোখে বোঝা যাচ্ছিল, ইফতেখারের বল লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে। মাঠের আম্পায়ার তাৎক্ষণিক সিদ্ধান্তে আউট দেন জাকেরকে। কুমিল্লার ব্যাটার রিভিউ নিয়ে তৃতীয় আম্পায়ারের সাহায্য চাইলে তিনিও দেন একই সিদ্ধান্ত। হঠাৎ আউট দেখে হতভম্ব হয়ে যান জাকের। কুমিল্লা শেষমেশ ১২ রানে ম্যাচ হারে। পরে সেটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমমের সামনে এসে ক্ষোভ উগড়ে দেন সালাউদ্দিন, ‘খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার টিভিতে দেখে আউট দিয়ে দিচ্ছেন। আমরা কী করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি এটা কি চান? এমনিই সাসপেন্ড করে দেবে। যেহেতু খেলা চলছে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেবো বা প্রতিবাদ করবো, সেটা করেও তো লাভ নেই। কোনও লাভ হবে না। কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে। যা হওয়ার তা-ই হবে আর কি।’

সালাউদ্দিনের এমন মন্তব্য বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল দুইয়ের ২.৪ অনুচ্ছেদের আচরণবিধি লঙ্ঘন। কুমিল্লার কোচ অপরাধ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আচরণবিধি ভাঙায় জরিমানার সঙ্গে নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।

ওই ম্যাচে জাকিবের লেগ বিফোরের আবেদনটি তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ টিভি রিপ্লেতে বারবার বল দেখছিলেন। মাঠে বড় পর্দায় জাকের নিজেও সেই রিপ্লে দেখেছেন। বুঝেছিলেন সিদ্ধান্ত ওভারটার্ন হবে। এ জন্য নিজের ক্রিজে গিয়ে পরবর্তী বল খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বড় পর্দায় হঠাৎ আউট দেখে স্রেফ হতভম্ব হয়ে যান জাকের। কুমিল্লা শেষমেশ ১২ রানে ম্যাচ হারে।

আইসিসির নিয়ম অনুযায়ী এটি নটআউট হলেও বিসিবি জানালো, তাদের নিজস্ব প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এটি আউট।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘প্লেয়িং কন্ডিশনের পরিশিষ্ট ডি-১ অনুযায়ী বলের যেকোনও অংশ পিচিং জোনের ভেতরে থাকলেই সেটি লাইনে পিচ করেছে বলে ধরে নেওয়া হবে।’

আইসিসির প্লেয়িং কন্ডিশনটা আবার এমন নয়। পিচিং জোন দেখার প্রযুক্তিতে বলের ৫০ শতাংশের বেশি লেগ স্টাম্পের বাইরে পিচড করলে তা ‘পিচড আউটসাইড লেগ’ হিসেবে গণ্য হয়। জাকের আলীর আউটের বেলায় বলের ৯৯ শতাংশই লেগ স্টাম্পের বাইরে ছিল। আইসিসির নিয়মে তাই কোনোভাবেই আউট হন না জাকের।

/আরআই/এনএআর/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা