X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মেহেদীর ব্যাটে জিতলো রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জানুয়ারি ২০২৩, ১৭:৫১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৭:৫৭

মিরপুরের শেষ ম্যাচটিতে দুর্দান্ত এক জয় পেয়ে উজ্জীবিত ছিল ঢাকা ডমিনেটরস। সিলেটে খেলতে নেমেই ফের পরাজয় দেখেছে নাসির-সৌম্য-তাসকিনদের নিয়ে গড়া দলটি। সোমবার আগে ব্যাটিং করে রংপুর রাইডার্সকে ১৪৫ রানের লক্ষ্য দিয়েছিল ঢাকা। জবাবে খেলতে নেমে শেখ মেহেদী হাসানের দারুণ ব্যাটিংয়ে ৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফিরে যান মোহাম্মদ নাঈম। দ্বিতীয় উইকেটে মেহেদী ও রনি তালুকদার মিলে ৬৩ রানের জুটি গড়েছেন। রনি ২৯ বলে ২৮ রানের ইনিংস খেলেছেন। তার পর মেহেদী হাসানের ৪৩ বলে ৬ চার ও ৫ ছক্কায় খেলা ৭২ রানের দায়িত্বশীল ইনিংসই জয় পেতে ভূমিকা রেখেছে। এরপর দ্রুত শোয়েব মালিক (৬) ও নুরুল হাসান (০) বিদায় নিলেও সমস্যা হয়নি। মোহাম্মদ নওয়াজ ও আজমতুল্লাহ ওমরজাইয়ের কার্যকরী ও অবিচ্ছিন্ন ২৩ রানের জুটিতে ৬ বল আগেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। নওয়াজ ১৭ ও ওমরজাই ১২ রানে অপরাজিত থেকেছেন।

ঢাকার বোলারদের মধ্যে সবচেয়ে কিপটে বোলিং করেছেন তাসকিন। ৩ ওভারে ১৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই পেসার। সালমান ইরশাদ নিয়েছেন দুটি উইকেট। আমির হামজা, আল আমিন ও সৌম্য একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ পায়নি ঢাকা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটাকে সম্মানজনক স্কোর এনে দিতে অবদান রাখেন উসমান ঘানি। ৫৫ বলে ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া নাসির হোসেন ৩ চার ও ১ ছক্কায় ২২ বলে ২৯ রানের ইনিংস খেলেছেন। বাকি ব্যাটারদের মধ্যে কেউ অবদান রাখতে পারেননি। তাতে ঢাকার স্কোর গিয়ে থেমেছে ১৪৪ রানে।
 
বল হাতে রংপুরের আজমতউল্লাহ ওমরজাই ২৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। মেহেদী ও রাকিবুল নেন একটি করে উইকেট। বোলিংয়ের পর ব্যাট হাতে দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন মেহেদী।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
মিলারকে নিয়ে আকরাম মিথ্যাচার করছে: ফরচুন বরিশাল
কোটি টাকার লোভনীয় প্রস্তাবে বিয়ে পিছিয়ে বিপিএল খেলেছেন মিলার!
বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে নগদের ২০ লাখ টাকার পুরস্কার
সর্বশেষ খবর
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়