X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১

অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা, ট্রফি উঁচিয়ে ধরেই মঞ্চ ত্যাগ করলেন তামিম-মুশফিকরা

বরিশাল প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৯

বরিশাল নগরীর বেলস পার্কে ক্রিকেটপ্রেমীদের বিশৃঙ্খল পরিবেশের কারণে সংবর্ধনা না নিয়েই ফিরে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের খেলোয়াড়রা। বিশৃঙ্খল পরিবেশের কারণে ৩ খেলোয়াড় ছাড়া বাকিরা বাসেই বসা ছিলেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বিকাল সাড়ে ৪টার দিকে ফরচুন বরিশালের খেলোয়াড়দের নিয়ে বাসটি বেলস পার্কে প্রবেশ করে। কিন্তু ক্রিকেটপ্রেমীদের বিশৃঙ্খলার কারণে কোনোভাবেই খেলোয়াড়রা বাস থেকে নামতে পারছিলেন না। তাদের বাস থেকে নেমে মঞ্চে আসার পথ সৃষ্টি করতে জেলা প্রশাসক থেকে শুরু করে ফরচুন বরিশালের মালিক পর্যন্ত অনুরোধ জানান। এ কারণে ৩০ মিনিটের বেশি সময় তাদের বাসে বসে থাকতে হয়। কিন্তু সে অনুরোধ কেউ না রাখায় ওই পরিবেশের মধ্যে ট্রফি নিয়ে মঞ্চে ওঠেন ফরচুন বরিশালের মালিকের মেয়ে।

এরপর মুশফিকসহ ৩ জন খেলোয়ার মঞ্চে আসার সঙ্গে সঙ্গে শুরু হয় ধাক্কাধাক্কি। প্রচণ্ড ভিড়, ভ্যাপসা গরম আর ঠেলাঠেলিতে দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তামিম–মুশফিকরা মঞ্চে উঠতে উঠতে শুরু হয় চরম বিশৃঙ্খলা। ফলে দর্শকদের উদ্দেশে ট্রফি উঁচিয়ে ধরে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তারা। ফলে এবারের বিপিএলজয়ী ফরচুন বরিশালের নির্ধারিত সংবর্ধনা অনুষ্ঠান ও কনসার্ট পণ্ড হয়ে যায়।

এরপর পরিবেশ অনুকূলে না থাকায় খেলোয়াড়রা তাদের নির্ধারিত বাসে ওঠে বসেন। পরে সেনাবাহিনী বাসটি কর্ডন করে মঞ্চ এলাকা থেকে বের করে দেয়। সেখান থেকে বরিশাল বিমানবন্দর চলে যায় খেলোয়াড়দের বহনকারী বাসটি।

দর্শকের চাপে বাসেই বসা ছিলেন বেশিরভাগ খেলোয়াড়

এ সময় উপস্থিত ছিলেন লেবুখালী সেনানিবাসের জেওসি মোয়াজ্জেম হোসেন, বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।

এদিকে, টানা দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের খেলোয়াড়দের সংবর্ধনা উপলক্ষে বরিশালে নিয়ে আসা হয়। খেলোয়াড়দের আগমন উপলক্ষে সকাল থেকেই বিমানবন্দরে ছিল ক্রিকেটপ্রেমীদের ভিড়। স্লোগানে স্লোগানে মুখরিত ছিল বিমানবন্দর এলাকা।

এদিন বেলা আড়াইটায় চার্টার্ড বিমানে করে বরিশাল বিমানবন্দরে উড়িয়ে আনা হয় বিপিএল চ্যাম্পিয়নদের। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন ক্রিকেটপ্রেমীরা। এরপর ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ও অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে খেলোয়াড়রা বিমানবন্দর থেকে বের হয়ে বাসে ওঠেন। সেখানে ভেপু বাজিয়ে টিম মালিক ও খেলোয়াড়দের নাম ধরে স্লোগান দেন ক্রিকেটপ্রেমীরা। এরপর মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিশাল শোভাযাত্রা দিয়ে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয় বরিশাল বিসিক শিল্পনগরীর ফরচুন কারখানায়।

প্রথমবারের মতো বরিশালে উড়িয়ে আনা হয় চ্যাম্পিয়নদের

উল্লেখ্য, ফরচুন বরিশাল বিপিএলে তিনবার অংশগ্রহণ করে দুবার চ্যাম্পিয়ন এবং একবার রানারআপ হয়। চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো বরিশালে খেলোয়াড়দের নিয়ে এসে সংবর্ধনা দেওয়ার খবরে দারুণ উচ্ছ্বসিত ছিলেন ক্রিকেট ভক্ত-অনুরাগীরা।

এ বিষয়ে মাঠের বাইরে কর্মরত কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের দায়িত্ব ছিল মাঠের বাইরে সড়কে আইনশৃঙ্খলা রক্ষা করা। আয়োজকদের নির্দেশনামতো মাঠের চারদিক নিয়ন্ত্রণে ছিল। কিন্তু মাঠের ভেতরে যে স্থানে দর্শক ছিলেন সেখানে কোনও পুলিশ দেওয়া হয়নি। মাঠের দায়িত্বে ছিলেন আয়োজকরা।’

/কেএইচটি/
সম্পর্কিত
সাকিব-মুশফিকদের হৃদয় জুড়ে মাহমুদউল্লাহ
তামিমের আরও একটি সেঞ্চুরি, মোহামেডানের জয়ের হ্যাটট্রিক
হতশ্রী পারফরম্যান্সের পরেও বেতনের সঙ্গে ম্যাচ ফি বাড়ছে শান্ত-মুশফিকদের!
সর্বশেষ খবর
তাইওয়ানের কাছে সামরিক মহড়া বিচ্ছিন্নতাবাদের শাস্তি: চীন
তাইওয়ানের কাছে সামরিক মহড়া বিচ্ছিন্নতাবাদের শাস্তি: চীন
খেটে খাওয়া মানুষের শাসনব্যবস্থা কায়েম করতে হবে: জোনায়েদ সাকি
খেটে খাওয়া মানুষের শাসনব্যবস্থা কায়েম করতে হবে: জোনায়েদ সাকি
ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিতে লিফলেট বিতরণ
ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিতে লিফলেট বিতরণ
ছাত্রলীগ নেতার পক্ষে আদালতে দাঁড়ালেন বিএনপি-জামায়াতের ২৫ আইনজীবী
ছাত্রলীগ নেতার পক্ষে আদালতে দাঁড়ালেন বিএনপি-জামায়াতের ২৫ আইনজীবী
সর্বাধিক পঠিত
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল