X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মাশরাফির সিলেট উড়ছেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ২৩:০২আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২৩:০২

সিলেটে গিয়ে প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। পরের দুই ম্যাচ জিতে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দেওয়ার পর সোমবার তামিম ইকবালদের খুলনা টাইগার্সকেও উড়িয়ে দিয়েছে মাশরাফিরা। তৌহিদ হৃদয় ও জাকির হাসানের হাফ সেঞ্চুরিতে খুলনাকে ১৯৩ রানের লক্ষ্য বেঁধে দেয় তারা। কঠিন সেই লক্ষ্যে খেলতে নেমে ১৬১ রানে থেমে যায় খুলনার ইনিংস। ফলে ৩১ রানের বড় জয়ে টেবিলের শীর্ষ স্থান অক্ষুণ্ণ রাখলো মাশরাফির দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেটের দেওয়া ১৯৩ রানে খেলতে নেমে যথারীতি ব্যর্থ টপ অর্ডার। দুই ওপেনার তামিম ইকবাল ও অ্যান্ডি বালবির্নির ২০ রানের মধ্যেই বিদায় নেন। এরপর শাই হোপ ও মাহমুদুল হাসান জয় মিলে ৫৪ রানের জুটি গড়েন। ৩৩ রান করে শাই হোপ আউট হতেই জুটি ভাঙে। এরপর জয়েকে নিয়ে আজম খান আরও ২৯ রানের জুটি গড়েন। ২১ বলে ২০ রান করে জয় আউট হওয়ার পর কেউই বড় জুটি গড়তে পারেননি। আজম খান ১৭ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন। মাশরাফির সিলেট উড়ছেই

সিলেটের বোলারদের মধ্যে পেসার রুবেল হোসেন ৩৭ রানে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা দুটি করে উইকেট নিয়েছেন। ইমাদ ওয়াসিম নেন একটি উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারে নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ৬ রানে বিদায় নেন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে তৌহিদ হৃদয় ও জাকির হাসান মিলে ১১৪ রানের জুটি গড়েন। টানা তিন হাফসেঞ্চুরি করে ইনজুরি পড়েছিলেন হৃদয়। ফিরে তিনটি ম্যাচে বড় রান করতে পারেনি। তবে চতুর্থ ম্যাচে খেলছেন ম্যাচ সেরা ইনিংস। ৪৯ বলে ৯ চারে হৃদয় ৭৪ রান করেন। হৃদয় আউট হওয়ার কিছুক্ষণের মধ্যে সাজঘরে ফেরেন জাকিরও। আউট হওয়ার আগে অবশ্য ৩৮ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এরপর রায়ান বার্লের ১১ বলে ২১ এবং থিসারা পেরেরার ৭ বলে ১৭ রানের ইনিংসে সিলেট ৪ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ দাঁড় করায়।

খুলনার বোলারদের মধ্যে মার্ক দেয়াল দুটি এবং নাহিদুল ও নাহিদ একটি করে উইকেট নেন।

/আরআই/এমএস/
সম্পর্কিত
৩ বছরের চুক্তিতে বাংলাদেশে আসছেন আম্পায়ার সাইমন টফেল
আগামী ডিসেম্বরে শুরু বিপিএল
বিপিএলে খেলতে আগ্রহী ‘নোয়াখালী রয়্যালস’ 
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!