X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

মাশরাফির সিলেট উড়ছেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ২৩:০২আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২৩:০২

সিলেটে গিয়ে প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। পরের দুই ম্যাচ জিতে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দেওয়ার পর সোমবার তামিম ইকবালদের খুলনা টাইগার্সকেও উড়িয়ে দিয়েছে মাশরাফিরা। তৌহিদ হৃদয় ও জাকির হাসানের হাফ সেঞ্চুরিতে খুলনাকে ১৯৩ রানের লক্ষ্য বেঁধে দেয় তারা। কঠিন সেই লক্ষ্যে খেলতে নেমে ১৬১ রানে থেমে যায় খুলনার ইনিংস। ফলে ৩১ রানের বড় জয়ে টেবিলের শীর্ষ স্থান অক্ষুণ্ণ রাখলো মাশরাফির দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেটের দেওয়া ১৯৩ রানে খেলতে নেমে যথারীতি ব্যর্থ টপ অর্ডার। দুই ওপেনার তামিম ইকবাল ও অ্যান্ডি বালবির্নির ২০ রানের মধ্যেই বিদায় নেন। এরপর শাই হোপ ও মাহমুদুল হাসান জয় মিলে ৫৪ রানের জুটি গড়েন। ৩৩ রান করে শাই হোপ আউট হতেই জুটি ভাঙে। এরপর জয়েকে নিয়ে আজম খান আরও ২৯ রানের জুটি গড়েন। ২১ বলে ২০ রান করে জয় আউট হওয়ার পর কেউই বড় জুটি গড়তে পারেননি। আজম খান ১৭ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন। মাশরাফির সিলেট উড়ছেই

সিলেটের বোলারদের মধ্যে পেসার রুবেল হোসেন ৩৭ রানে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা দুটি করে উইকেট নিয়েছেন। ইমাদ ওয়াসিম নেন একটি উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারে নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ৬ রানে বিদায় নেন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে তৌহিদ হৃদয় ও জাকির হাসান মিলে ১১৪ রানের জুটি গড়েন। টানা তিন হাফসেঞ্চুরি করে ইনজুরি পড়েছিলেন হৃদয়। ফিরে তিনটি ম্যাচে বড় রান করতে পারেনি। তবে চতুর্থ ম্যাচে খেলছেন ম্যাচ সেরা ইনিংস। ৪৯ বলে ৯ চারে হৃদয় ৭৪ রান করেন। হৃদয় আউট হওয়ার কিছুক্ষণের মধ্যে সাজঘরে ফেরেন জাকিরও। আউট হওয়ার আগে অবশ্য ৩৮ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এরপর রায়ান বার্লের ১১ বলে ২১ এবং থিসারা পেরেরার ৭ বলে ১৭ রানের ইনিংসে সিলেট ৪ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ দাঁড় করায়।

খুলনার বোলারদের মধ্যে মার্ক দেয়াল দুটি এবং নাহিদুল ও নাহিদ একটি করে উইকেট নেন।

/আরআই/এমএস/
সম্পর্কিত
বিপিএলে টিকিট বিক্রি থেকে রেকর্ড আয়, ভাগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা
বেলস পার্কে জনসমুদ্র, নিরাপত্তার কারণে পণ্ড কনসার্ট, তামিমদের দুঃখ প্রকাশ
অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা, ট্রফি উঁচিয়ে ধরেই মঞ্চ ত্যাগ করলেন তামিম-মুশফিকরা
সর্বশেষ খবর
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
জুনেই আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
সিলেটে ৪ জনের ডেঙ্গু শনাক্ত
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর সাজা
আবেদআলী মামার সংসার
আবেদআলী মামার সংসার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি