X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাশরাফির সিলেট উড়ছেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ২৩:০২আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২৩:০২

সিলেটে গিয়ে প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। পরের দুই ম্যাচ জিতে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দেওয়ার পর সোমবার তামিম ইকবালদের খুলনা টাইগার্সকেও উড়িয়ে দিয়েছে মাশরাফিরা। তৌহিদ হৃদয় ও জাকির হাসানের হাফ সেঞ্চুরিতে খুলনাকে ১৯৩ রানের লক্ষ্য বেঁধে দেয় তারা। কঠিন সেই লক্ষ্যে খেলতে নেমে ১৬১ রানে থেমে যায় খুলনার ইনিংস। ফলে ৩১ রানের বড় জয়ে টেবিলের শীর্ষ স্থান অক্ষুণ্ণ রাখলো মাশরাফির দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেটের দেওয়া ১৯৩ রানে খেলতে নেমে যথারীতি ব্যর্থ টপ অর্ডার। দুই ওপেনার তামিম ইকবাল ও অ্যান্ডি বালবির্নির ২০ রানের মধ্যেই বিদায় নেন। এরপর শাই হোপ ও মাহমুদুল হাসান জয় মিলে ৫৪ রানের জুটি গড়েন। ৩৩ রান করে শাই হোপ আউট হতেই জুটি ভাঙে। এরপর জয়েকে নিয়ে আজম খান আরও ২৯ রানের জুটি গড়েন। ২১ বলে ২০ রান করে জয় আউট হওয়ার পর কেউই বড় জুটি গড়তে পারেননি। আজম খান ১৭ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন। মাশরাফির সিলেট উড়ছেই

সিলেটের বোলারদের মধ্যে পেসার রুবেল হোসেন ৩৭ রানে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা দুটি করে উইকেট নিয়েছেন। ইমাদ ওয়াসিম নেন একটি উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারে নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ৬ রানে বিদায় নেন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে তৌহিদ হৃদয় ও জাকির হাসান মিলে ১১৪ রানের জুটি গড়েন। টানা তিন হাফসেঞ্চুরি করে ইনজুরি পড়েছিলেন হৃদয়। ফিরে তিনটি ম্যাচে বড় রান করতে পারেনি। তবে চতুর্থ ম্যাচে খেলছেন ম্যাচ সেরা ইনিংস। ৪৯ বলে ৯ চারে হৃদয় ৭৪ রান করেন। হৃদয় আউট হওয়ার কিছুক্ষণের মধ্যে সাজঘরে ফেরেন জাকিরও। আউট হওয়ার আগে অবশ্য ৩৮ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এরপর রায়ান বার্লের ১১ বলে ২১ এবং থিসারা পেরেরার ৭ বলে ১৭ রানের ইনিংসে সিলেট ৪ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ দাঁড় করায়।

খুলনার বোলারদের মধ্যে মার্ক দেয়াল দুটি এবং নাহিদুল ও নাহিদ একটি করে উইকেট নেন।

/আরআই/এমএস/
সম্পর্কিত
মিলারকে নিয়ে আকরাম মিথ্যাচার করছে: ফরচুন বরিশাল
কোটি টাকার লোভনীয় প্রস্তাবে বিয়ে পিছিয়ে বিপিএল খেলেছেন মিলার!
বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে নগদের ২০ লাখ টাকার পুরস্কার
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!