X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হাথুরুসিংহের প্রত্যাবর্তনে সাকিবের প্রতিক্রিয়া: নো কমেন্টস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জানুয়ারি ২০২৩, ১৯:৩৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৯:৩৮

রাসেল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আগামী দুই বছরের জন্য তিন ফরম্যাটে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি হাথুরুসিংহের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে পুরনো গুরুর নতুন করে অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান কোন মন্তব্য করতে রাজি হননি।
 
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের কোচ ছিলেন হাথুরুসিংহে। বাংলাদেশের দায়িত্ব নেন ২০১৪ সালের মে মাসে। এরপর গোটা দলের খোলনলচে পাল্টে দিয়েছেন। তার অধীনেই সাকিব, তামিম, মুশফিক, মাশরাফিদের পারফরম্যান্সের উন্নতি। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর অন্তর্দ্বন্দ্বের জেরে সম্পর্ক ছিন্ন করা হয় তার সঙ্গে। নতুন করে তার সঙ্গে আবার গাঁটছড়া বেঁধেছে বিসিবি। দুই বছরের জন্য দায়িত্ব পাওয়া হাথুরুসিংহের আগামী ২০ ফেব্রুয়ারিতে ঢাকায় আসার কথা।  
 
হাথুরুসিংহের প্রত্যাবর্তন নিয়ে মঙ্গলবার সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে হারের পর স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার পথে নতুন কোচ নিয়ে কোনও কথাই বলেননি ফরচুন বরিশালের অধিনায়ক। প্রতিক্রিয়া না দেখিয়ে সাকিব বলেছেন, ‘নো কমেন্টস।’

হাথুরুসিংহের প্রথম অধ্যায়ে ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছু ঝামেলা তৈরি হয়েছিল। শুরুতেই সাকিবকে অনাপত্তিপত্র না দিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরতে বাধ্য করেছিলেন হাথুরু। সাবেক অধিনায়ক মাশরাফির সঙ্গেও সমস্যা কম হয়নি। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে মাশরাফিকে টি-টোয়েন্টি থেকে অবসর নিতে বাধ্য করেছিলেন। ওই সফরেই লঙ্কানদের বিপক্ষে শততম টেস্টে মাহমুদউল্লাহকেও টেস্ট থেকে বাদ দিয়েছিলেন। টেস্ট ক্রিকেটার হিসেবে খ্যাত মুমিনুলকে নিয়েও সমস্যা ছিল তার। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বেশ কিছু ইস্যু নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলেন। সবকিছু মিলিয়ে হাথুরুসিংহের ফেরাটা ক্রিকেটারদের জন্য স্বস্তির কিনা-প্রশ্নটা থেকেই যায়।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সাকিবহীন শেখ জামালের কাছে তামিমদের হার
দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন সাকিব
সর্বশেষ খবর
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ