X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

জাদেজার ৫ উইকেটের পর প্রথম দিনটা ভারতের

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৯

১৬২ দিন পর প্রত্যাবর্তনটা রাজসিক হয়েছে স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। এশিয়া কাপে হাঁটুতে চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন নিজের কার্যকারিতা। তার ৫ উইকেট শিকারে প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া দল। তার পর ব্যাট হাতেও দারুণ জবাব দিচ্ছে স্বাগতিক দল। প্রথম দিন শেষে ভারতের প্রথম ইনিংসে স্কোর ১ উইকেটে ৭৭ রান। পিছিয়ে আছে আর ১০০ রানে।

পিচ দেখে মনে হয়েছে শেষ ইনিংসে ব্যাট করতে নামলে ভয়ানক বিপদের মুখোমুখি হতে হবে। সে কারণে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দেরি করেনি অজি দল। কিন্তু প্রথম ইনিংসে তাদের ছন্নছাড়া ব্যাটিং আতঙ্কই ছড়িয়েছে। অবশ্য প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে মার্নাস লাবুশেন (৪৯), স্টিভেন স্মিথ (৩৭) ও পিটার হ্যান্ডসকম্ব (৩১) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাদের থিতু হতে দেননি জাদেজা। মূলত বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তাদের প্রতিরোধ ভেঙেছেন।

৪৭ রানে জাদেজার ঝুলিতে গেছে ৫ উইকেট। যা তার ক্যারিয়ারের ১১তম পঞ্চম উইকেট শিকারের নজির। ৪২ রানে তিনটি নিয়েছেন অশ্বিন। একটি করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ সামি।

অথচ ভারত যখন ব্যাট করতে নামলো তখন মনে হয়নি প্রথম দিন এই পিচ ‍হুমকি হওয়ার মতো। অধিনায়ক রোহিত শুরু থেকে স্বভাবসুলভ ব্যাটিংটা চালিয়ে হাফসেঞ্চুরি তুলিয়ে নিয়েছেন। ৬৯ বলে ৯ চার ও ১ ছক্কায় অপরাজিত আছেন ৫৬ রানে। দিনের শেষ ভাগে লোকেশ রাহুল ২০ রানে টড মারফিকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরেছেন। পরে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে মাঠে নামেন রবিচন্দ্রন অশ্বিন (০*)।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৬৩.৫ ওভারে ১৭৭ (লাবুশেন ৪৯, স্মিথ ৩৭, ক্যারি ৩৬; জাদেজা ৫/৪৭, অশ্বিন ৩/৪২)

ভারত প্রথম ইনিংসে ২৪ ওভারে ৭৭/১ (রোহিম ৫৬*, রাহুল ২০; মারফি ১/১৩)।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মাণকাজ শেষ হয় না, রাস্তাও ঠিক হয় না
রাজশাহী বিশ্ববিদ্যালয়নির্মাণকাজ শেষ হয় না, রাস্তাও ঠিক হয় না
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৪)
সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার 
সংসদীয় গণতন্ত্রকে গতিশীল করতে বিআইপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার 
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
পা দিয়ে লিখেই ‘এ মাইনাস’ পেলো সিয়াম শেখ
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা