সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং বান্ধব উইকেটে পেসারদের সহায়তা থাকলেও স্পিনারদের দাপট কম ছিল না। শুরুতে সাকিব-নাসুমরা ছন্দহীন ছিলেন; আবার সময় গড়ানোর সঙ্গে মানিয়েও নিয়েছেন। দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও নাসুম আহমেদ নিয়েছেন চারটি উইকেট। স্পিনারদের জন্য কিছুটা কঠিন উইকেট হলেও জয়ে ঠিকই ভূমিকা রেখেছেন তারা।
আইরিশদের বিপক্ষে দুই স্পিনারের এমন পারফরম্যান্সের পর স্পিন কোচ রঙ্গনা হেরাথ দারুণ খুশি। গর্ব প্রকাশ করে বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই খুশি ও গর্বিত। স্পিনারদের জন্য এটাই তো চ্যালেঞ্জ, তাই না? আমরা কীভাবে সব ধরনের কন্ডিশনে ভালো বোলিং করবো, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমি দারুণ খুশি যেভাবে ওরা মানিয়ে নিয়েছে, কন্ডিশন বুঝে বোলিং করেছে।’
ব্যাট হাতে ৯৩ রানের পর বোলিংয়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার সাকিব। বামহাতি এই অলরাউন্ডারের পারফরম্যান্স নিয়ে হেরাথের মূল্যায়ন, ‘সাকিব সবসময়ই তার সেরাটা দিয়ে আসছে। সে নিজেকে প্রমাণ করেছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে। এখন সেই রেকর্ডটা সে ধরেও রাখছে। তাকে নিয়ে আমি খুশি।’