X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ আফিফ-সোহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ১৪:২৪আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৫:৫৬

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার। তার আগে বুধবার তিন ম্যাচের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, রেজাউর রহমান, তানভীর ইসলাম ও আফিফ হোসেন। তবে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক ও রিশাদ হোসেন।

টানা ৬১টি ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়ার পর আফিফ হোসেনকে থামতে হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে বাদ পড়েন তিনি। এবারতো পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে বাদ দেওয়া হয়েছে। আগের দুই ওয়ানডের দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি। 

মূলত সীমিত ওভারের ক্রিকেটে গত দুই বছরে প্রত্যাশিত পারফরম্যান্স নেই। এই কারণে আয়ারল্যান্ড সিরিজেও আফিফকে বাদ পড়তে হয়েছে। তরুণ এই মিডল অর্ডার ব্যাটার ছাড়াও বাদ পড়েছেন বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান। উইকেটকিপার এই ব্যাটারেরও সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। তানভীর ইসলামের বেলাতেও একই ঘটনা ঘটেছে।বিপিএল আলো ছড়িয়ে ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হয়েছিল। এক ম্যাচ সুযোগ দিয়েই তাকে ছুঁড়ে ফেলা হয়েছে।

এছাড়া পেসার রেজাউর রহমান রাজাকেও বাদ দেওয়া হয়েছে। যদিও বিপিএলে দারুণ ফর্ম নিয়েই সুযোগ পেয়েছিলেন। এখন কোন ম্যাচ না খেলিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে। 

বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘ইংল্যান্ডের সঙ্গে আমরা খুবই সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু প্লেয়ারকে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি। যারা এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না। তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতি নিচ্ছি, সেটার জন্য কিছু সংখ্যক ক্রিকেটারকে দেখতে হচ্ছে।’

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা উইকেটকিপার এই ব্যাটার বেশ কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আসছেন। ধারাবাহিক ভাবে ভালো খেলার পুরস্কার পেয়েছেন তিনি। জাকিরের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে জাকিরকে নিয়েছি। ‘এ’ দলেও সে ভালো করেছে। ‘

এছাড়া লেগ স্পিনার রিশাদ হাসানও প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন। লম্বা সময় ধরে একজন লেগ স্পিনারের অভাববোধ করে আসছে টিম ম্যানেজমেন্ট। রিশাদ প্রথমবার সুযোগ পেলেও দীর্ঘদিন জাতীয় দলের সঙ্গে নেট বোলার হিসেবে কাজ করছেন। এই লেগ স্পিনারের দলভুক্তি নিয়ে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে খেলা, আমরা রিশাদকে একটু দেখতে চাই। ম্যানেজমেন্টও একজন লেগ স্পিনার চাচ্ছিল। সে জন্যই তাকে নেওয়া। সে আমাদের এইচপির সঙ্গে অনেকদিন কাজ করেছে। আশা করি যারা নতুন এসেছে, তারা সুযোগটা কাজে লাগাবে।’
 
এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না থাকা শরিফুল ইসলাম আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরেছেন। অনেকদিন ধরেই চোটে ভুগছিলেন এই পেসার। নান্নু বলেছেন, ‘শরিফুল চোটে ছিল অনেকদিন। চোট থেকে সুস্থ হয়ে একটা প্রক্রিয়ার মধ্যে এসেছে। দলের সঙ্গে ছিল। এরপর আমরা ওকে ফিরিয়ে এনেছি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা টেক্টরের র‌্যাঙ্কিংয়ে ইতিহাস
আয়ারল্যান্ড ম্যাচের অভিজ্ঞতা বিশ্বকাপের আগে কাজে দেবে: শান্ত
সম্ভবত ইংল্যান্ডে এটাই আমার শেষ ম্যাচ: তামিম
সর্বশেষ খবর
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা