X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জাকেরকে সুজন বলেছিলেন, ‘প্রস্তুত থাকিস, হয়তো বা হতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ১৯:৩০আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৯:৫৫

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনীর জার্সিতে মোহামেডানের বিপক্ষে ম্যাচ খেলছিলেন জাকের আলী অনিক। ম্যাচের মাঝেই খবর পান, প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে অনিক গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ভালো খেলে আসছিলেন। ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়ে। তবে সম্ভাবনা যে রয়েছে, সেই ব্যাপারটি আগেই বুঝতে পেরেছিলেন।

মিরপুরে আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে জাকের আলী বলেছেন, ‘‘আমি ম্যাচের মধ্যেই জানতে পেরেছি যে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছি। (খালেদ মাহমুদ) সুজন স্যার আমাকে আগে জানিয়েছিলেন। বলেছিলেন, ‘প্রস্তুত থাকিস। হয়তো বা হতে পারে।’ তবে নিশ্চিত খবরটা কিছুক্ষণ আগে ডাগআউটে জানতে পেরেছি। আমি তো ম্যাচে ছিলাম, কিপিং করলাম।’’

২৫ বছর বয়সী এই ক্রিকেটার ৪৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ১১৮.১০ স্ট্রাইকরেটে তার সংগ্রহ ৫৮৭ রান। বিশেষ করে বিপিএলে সর্বশেষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বেশ কিছু ইমপ্যাক্ট ইনিংস খেলেছেন। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই উইকেটকিপার ব্যাটার, ‘অনেক ভালো লাগছে। প্রতিটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলার। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, নিজেকে তাগিদ দিচ্ছিলাম বড় পারফরম্যান্স করতে। সুযোগ এসেছে, ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো কিছু করতে। ’

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে যেভাবে ইমপ্যাক্ট ইনিংস খেলেছেন, জাতীয় দলের একাদশে সুযোগ পেলে সেটাই করতে চান অনিক। বুধবার মিরপুরে গণমাধ্যমকে এমন বার্তা দিয়ে রেখেছেন তিনি, ‘নির্বাচকরা আগেও বলেছেন, ক্রিকেটারদের বাজিয়ে দেখছেন। তো ওই একটা প্রক্রিয়ার মধ্যে আমিও হয়তো পড়েছি। আমাকে প্রমাণ করার জন্যই জাতীয় দলে ডাকা হয়েছে। আমি চেষ্টা করবো। বিপিএলে আমি যে ধরনের দায়িত্ব পালন করেছিলাম, চেষ্টা করবো ওই ধরনের ক্যামিও ইনিংস খেলতে।’

সর্বশেষ বিপিএলে ১১ ইনিংসে ১২০ এর বেশি স্ট্রাইকরেটে ১৭৫ রান করেছেন জাকের আলী। ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগেও ছন্দময় ব্যাটিং করেছেন। নিজের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘সাম্প্রতিক এক-দুই বছরের পরিসংখ্যান যদি দেখেন, তাহলে বোঝা যাবে এই সময়টা আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। তো পিক টাইমটাতেই আমার মনে হয় ডাকা হয়েছে।’

/আররআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা টেক্টরের র‌্যাঙ্কিংয়ে ইতিহাস
আয়ারল্যান্ড ম্যাচের অভিজ্ঞতা বিশ্বকাপের আগে কাজে দেবে: শান্ত
সম্ভবত ইংল্যান্ডে এটাই আমার শেষ ম্যাচ: তামিম
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?