X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারতের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নিগার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৩, ১৮:০১আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৮:০১

১১ বছর পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে স্বাগতিকরা। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামার আগে বাংলাদেশর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন, ভারতের বিপক্ষে নতুন এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল। 

ভারতের শক্তি কিংবা দুর্বলতা নিয়ে না ভেবে বাংলাদেশ দল ফোকাস করছে নিজেদের সামর্থ্যে। অধিনায়কের বিশ্বাস সামর্থ্যের শতভাগ দিতে পারলে ম্যাচ জেতা সম্ভব হবে, ‘ভারত শক্তিশালী নাকি দুর্বল সেটা আমরা ভাবছি না। কারণ আমার কাছে মনে হয় আলাদা করে দলের শক্তি কী, কীভাবে পরিকল্পনা সাজাবো, কীভাবে কাজ করবো সেটাই আমাদের চিন্তার বিষয়। কারণ, প্রতিপক্ষ নিয়ে বেশি চিন্তা করলে দেখা যাচ্ছে নিজের শক্তি ভুলে যাওয়া লাগে। সুতরাং আমরা আমাদের পরিকল্পনা করে এগোবো। চেষ্টা করবো আমাদের সেরাটা দেওয়ার।’

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে পরিকল্পনা কষেছে বাংলাদেশ। সেটাই সংবাদ সম্মেলনে জানিয়ে গেছেন নিগার, ‘ওদের অনেক ভালো খেলোয়াড় আছে। হারমান, স্মৃতি আছে, শেফালি আছে। ওদের বিপক্ষে আমাদের পরিকল্পনা থাকবে। আমি বলবো যে, আমাদের বোলিং আক্রমণ এখন সবার সেরা। নির্দিষ্ট দিনে হয়তো ঠিকঠাক কাজ করে না। দুই একজন ব্যাটার ভালো করে। তাদের বিপক্ষে যদি আমরা ভালো পরিকল্পনা সাজাতে পারি, সঠিক বোলিং করতে পারি এবং আগেভাগে যদি সুযোগ নিতে পারি, তাহলে কেউ হুমকি হয়ে দাঁড়াতে পারবে না।’

পারফরম্যান্সের বিচারে ভারতের বিপক্ষে অনেকখানিই পিছিয়ে বাংলাদেশ। নিগারভারতের চ্যালেঞ্জ নিতে প্রস্তুতি নিগার সুলতানারা মনে করেন ভারতের মতো অনেক ম্যাচ খেলতে খেলতেই বাংলাদেশ দল উন্নতি করবে, ‘ওরা আমাদের চেয়ে বেশি ম্যাচ খেলে এসেছে, আমরা কিন্তু সম্প্রতি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে এসেছি। এফটিপিতে আছি। নিয়মিত ম্যাচ খেলবো। খেলতে খেলতে কিন্তু অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে মনে হয় আমাদের কাছেও সেই সুযোগ আছে, ম্যাচ খেলে খেলে অভিজ্ঞ হওয়ার।’

শুধু ভালো ক্রিকেট নয়, ভারতের বিপক্ষে জয়ের চেষ্টায় থাকবে বাংলাদশে। অধিনায়ক বললেন, ‘আমাদের রোমাঞ্চ কাজ করছে। এর চেয়ে বেশি কাজ করছে, আমাদের ভালো করার ইচ্ছা। কারণ, আমরা জানি, আমরা যতই ভালো ক্রিকেট খেলি, যদি জিততে না পারি, সেক্ষেত্রে সেই ভালোটার মর্ম থাকে না। দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলতে খেলতে শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ জিততে পারছি না। হয়তো দেখা যাচ্ছে, একটা ম্যাচ জিতছি। আমরা চাচ্ছি, ধারাবাহিকভাবে ভালো খেলি। জয়ের হার যেন বেড়ে যায়।’

নিগার আরও বলেছেন, ‘প্রথম কথা, ১১ বছর পর আমরা এখানে খেলছি। হোম গ্রাউন্ডে খেলবো এটা তো ইতিবাচক থাকতে হবে। আমাদের সমর্থনটা থাকবে। আমরা কিন্তু অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছি। ভালো একটা প্রস্তুতি যেহেতু আছে, পাশাপাশি আমি বলবো যে, ভিন্ন ভিন্ন ব্যাটাররা যেহেতু বেশি সংগ্রাম করে থাকে। দেখবেন যে, বোলাররা খুব ভালো করছে, ব্যাটাররা আমরা শেষ মুহূর্তে গিয়ে পারছি না। ৮০ শতাংশ ম্যাচ হাতে রেখে ২০ শতাংশের জন্য ম্যাচ জিততে পারছি না। আমার কাছে মনে হয়, আমরা এই জিনিসটা নিয়ে ইতোমধ্যে কথা বলেছি, কাজ করেছি। আশা করি ভারতের বিপক্ষে এর ফল পাবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা