X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

নারী র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুই ক্রিকেটারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৩, ১৫:১৩আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৫:২৪

সম্প্রতি ঢাকায় বাংলাদেশ ও ভারতের ওয়ানডে সিরিজে স্বাগতিক দল স্মরণীয় কিছু সাফল্য পেয়েছে। প্রথমবার ভারতকে ওয়ানডেতে হারিয়েছে। আর এই সিরিজেই পাওয়া গেছে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ানকে। মেয়েদের র‌্যাঙ্কিংয়েও পড়েছে তার ছাপ। ইতিহাস গড়েছেন দুই বাংলাদেশি।

শেষ ম্যাচ টাই হওয়ায় ১-১ এ সমতায় সিরিজ ভাগাভাগি করেছে বাংলাদেশ ও ভারত। শেষ ম্যাচে ১০৭ রানের চমৎকার ইনিংস খেলেন ফারজানা হক। এই ডানহাতি ব্যাটার ১১ ধাপ লাফিয়ে ১৯তম স্থানে। ক্যারিয়ার সেরা ৫৬৫ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। তিন ম্যাচে ১৮১ রান করে সিরিজের সেরা খেলোয়াড় হন ফারজানা।

৩০ বছর বয়সী এই ক্রিকেটার প্রথম বাংলাদেশি নারী হিসেবে ওয়ানডে ব্যাটার র‌্যাঙ্কিংয়ের সেরা ২০ এ জায়গা করেছেন। আগের সেরা সাফল্য ছিল রুমানা আহমেদের। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ডানহাতি ব্যাটার ২৫তম স্থানে ছিলেন।

ওয়ানডে বোলার র‌্যাঙ্কিংয়েও দারুণ অর্জন আছে বাংলাদেশের। নাহিদা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ১৯ নম্বরে। শেষ ম্যাচে তিনটিসহ পাঁচ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনারও দেশের হয়ে সেরা র‌্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছেন। আগের সেরা অর্জন ছিল সালমা খাতুনের। গত বছর ডিসেম্বরে বোলারদের তালিকায় ২০তম হন সালমা খাতুন।

এছাড়া বোলার র‌্যাঙ্কিংয়ে সুলতানা খাতুন ২১ ধাপ এগিয়ে ৫৭তম, রাবেয়া খান ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঘাত পেয়েও হাল ছাড়েননি জাহ্নবী
আঘাত পেয়েও হাল ছাড়েননি জাহ্নবী
নিজের বাসায় পড়ে ছিল বৃদ্ধের গলে যাওয়া লাশ
নিজের বাসায় পড়ে ছিল বৃদ্ধের গলে যাওয়া লাশ
ঢাকার চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো স্কুল
স্কুল ক্রিকেটঢাকার চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো স্কুল
বিটিএমসি’র বন্ধ বস্ত্রকল চালু করতে পিপিপি’র শর্ত শিথিলের সুপারিশ
বিটিএমসি’র বন্ধ বস্ত্রকল চালু করতে পিপিপি’র শর্ত শিথিলের সুপারিশ
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট