X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বয়সভিত্তিক ক্রিকেটারদের উদ্দেশ্যে তাসকিন, ‘বাড়ি গিয়ে অনুশীলন করো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৩, ১৬:০৯আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৬:০৯

ব্যস্ত সময় কাটাচ্ছেন তাসকিন আহমেদ। এশিয়া কাপের প্রস্তুতির পাশাপাশি পারিবারিক ব্যস্ততা তো আছেই। ২৪ আগস্ট দিবাগত রাতে তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। পারিবারিক ব্যস্ততার মধ্যে থাকায় অনুশীলন ঠিকঠাক ভাবে করতে পারেননি। ঘাটতি পুষিয়ে নিতে শনিবার ছুটির দিনে মিরপুর একাডেমিতে একা একাই ঘাম ঝরালেন তাসকিন।

এশিয়া কাপে যাওয়ার আগে শনিবার দুপুর ১টায় অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সংবাদ সম্মেলন করেছেন। এশিয়া কাপে নিজেদের অবস্থা ও বর্তমান দল নিয়ে নানান প্রশ্ন উঠে আসে সেখানে। সংবাদ সম্মেলন শেষ হতেই তাসকিনের দেখা মেলে।

মিরপুরের একাডেমিতে একাগ্রচিত্তে অনুশীলন করতে দেখা গেছে তাকে। একাডেমির মূল উইকেটে লম্বা রান আপে টানা বোলিং করে গেছেন। তাসকিনের বোলিং দেখতে একাডেমির পাশে জমে যায় লম্বা লাইন।

মূলত গত কয়েকদিন ধরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বয়সভিত্তিক ক্রিকেটারদের মেডিক্যাল পরীক্ষা হচ্ছে। শনিবার সিটি ক্লাব, বিকেএসপির ক্রিকেটারদের পদচারণায় মুখরিত ছিল স্টেডিয়ামের মিডিয়া সেন্টার। সকাল থেকেই তাদের আনা গোনা ছিল সর্বত্র। এসময় ভিড় জমে গেলে তাসকিন তাদের উদ্দেশ্য করে বলেছেন, ‘বাড়ি গিয়ে অনুশীলন করো, তোমাদের জাতীয় দলে খেলতে হবে না?’ বোঝাই যাচ্ছে ভবিষ্যৎ তারকাদের সময় নষ্ট না করে জাতীয় দলের জন্য প্রেরণা দিতেই এমন মন্তব্য করেছেন তিনি।  

টানা অনুশীলনের পর শুক্রবার ও শনিবার ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছিল। রবিবার (৭ আগস্ট) বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। তার আগে ক্রিকেটারদের মানসিক প্রস্তুতির জন্যই হাথুরুসিংহে বাড়তি চাপ দেননি। শুধু গত কয়েকদিন প্রস্তুতির ঘাটতি পুষিয়ে নিতে তাসকিন অনুশীলনে অংশ নিয়েছেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টা থেকে অনুশীলন করেছেন তিনি। পাশ থেকে উচ্ছ্বাস দেখা যায় কিশোর ক্রিকেটারদের। কেউ কেউ বলছিলেন, ‘তাসকিন ভাই ইনসুইং করেন।’ তাসকিন অবশ্য ছোটদের কথা রেখেছেন। দারুণ এক ইনসুইংয়ে মিডল স্ট্যাম্প উপড়ে ফেলেন তিনি।

এই সময়ে বাংলাদেশ দলের মূল অস্ত্র তাসকিন। বোলিং আক্রমণে অধিনায়কের ভরসার নামটিও তিনি। নিজেও জানেন টিম ম্যানেজমেন্ট তার ওপর কতখানি প্রত্যাশা করেন। তাই তো অনুশীলনের পর এই প্রতিবেদককে বলেছেন, ‘ভালো যাচ্ছে ভাই। দোয়া করবেন।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ভারতকে ১২০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
সর্বশেষ খবর
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!