X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা নিয়ে যা বললেন লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮

চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার পর আর ডানহাতি এই অলরাউন্ডারকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এছাড়া লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকাকেও ফেরানো হয়েছে। দু’জনের ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন এই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

বিশ্বকাপের স্কোয়াড এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেনি। মাহমুদউল্লাহ ও সৌম্য বিশ্বকাপের বিবেচনায় আছেন। তার আগে নিউজিল্যান্ড সিরিজে ভালো করতে হবে এই দুই ব্যাটারকে। এই সিরিজে দুই ব্যাটারের ভূমিকা নিয়ে লিটন বলেছেন, ‘ভূমিকা নিয়ে আমি বলতে চাই না। পরিস্থিতির ওপর নির্ভর করে। যদি দ্রুত উইকেট পড়ে যায় রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই ব্যাটিংয়ে গেলে ৩০-৩৫ ওভারের গেম থাকলে উনি উনার মতো গেম খেলবেন। এটা বলার দরকার নেই, উনি অনেক ম্যাচিউরড। একই কথা সৌম্যর ক্ষেত্রেও। যেখানেই সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবে। শুধু তারা দুজন না, প্রত্যেক ব্যাটারের দায়িত্ব রান করা।’ 

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত প্রত্যহার করলেও ইনজুরির কারণে এশিয়া কাপের দলে ছিলেন না। বিশ্বকাপের আগে সুস্থ হয়ে তামিম ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজে। তামিম ও মাহমুদউল্লাহর ফেরা নিয়ে লিটন বলেছেন, ‘দু’জন সিনিয়র খেলোয়াড় থাকলে অবশ্যই সব দিক থেকে হেল্প হয়। অনেক দিন পর তারা খেলতে এসেছেন। আমি চাই না কোনও কিছু নিয়ে তাদের চাপ দিতে। তারা গেমটা উপভোগ করুক। বাংলাদেশের প্রতিটি ম্যাচেই এনজয় করতে পারলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে।’

সামনেই বিশ্বকাপ। ভারতে স্পোটিং উইকেটে খেলতে হবে। লিটনদের জন্য স্বাভাবিক ভাবেই ব্যাটিং উইকেটে প্রত্যাশা করা হচ্ছে। যদিও লিটন জানেন না কেমন উইকেট হচ্ছে, ‘জানি না ভাই। উইকেট সম্বন্ধে এখনও আইডিয়া নেই। যা-ই হবে দুই দলের জন্য একই হবে।’

এশিয়া কাপ খেলে এখনো পুরো দল এক সঙ্গে প্রস্তুতি নিতে পারেনি। ম্যাচের আগের দিন বুধবার বৃষ্টির কারণে অনুশীলন ব্যাহত হয়েছে। ইনডোরে ক্রিকেটাররা ব্যাটিং অনুশীলন করেছে। টানা খেলা এবং বৃষ্টির কারণে স্কিল অনুশীলন ঠিকঠাক ভাবে না হলেও মানসিক প্রস্তুতি নিয়েই বাংলাদেশ মাঠে নামতে প্রস্তুত হচ্ছে। লিটন বলেছেন, ‘কাজ করার তো সুযোগ নাই। যা করার মানসিকভাবে করা লাগছে, মাইন্ড গেম খেলা লাগছে। দেখি কতটুকু সফল হওয়া যায়। টেকটিক্যালি তো কিছু করতে পারিনি, গত কিছু দিন অনুশীলন করতে পারিনি। জানি না আজও কতখানি প্র্যাকটিস করতে পারবো। হয়ত প্র্যাকটিস ছাড়াই মেইন ম্যাচে খেলা লাগতে পারে। এটা মানসিকতার খেলা। ওদের স্পিনও ভালো, কোয়ালিটি স্পিনারও কিন্তু আছে।’

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজকে অনেকেই ব্যক্তিগত প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন। লিটন অবশ্য জানিয়েছেন তাদের লক্ষ ম্যাচ জেতা, ‘আমি যখন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়েছি আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে। দিনশেষে ১০০ করলে বা ৫ উইকেটে পেয়ে ম্যাচ না জিতলে এটার মূল্য থাকে না। সব খেলোয়াড় পারফর্ম করতে চাইবে। একদিনে সবাই পারফর্ম করবে না, হয়ত ১-২ জন করবে। এটাই ক্রিকেট, এটাই হয়ে আসছে, সামনেও এটাই হবে। সবাই চেষ্টা করবে, যার কপাল থাকবে দিন থাকবে সে ভালো করবে। মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
বিপিএলে খেলতে আগ্রহী ‘নোয়াখালী রয়্যালস’ 
স্বপ্নের সাদা জার্সিতে ২৫ বছর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!