X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সাকিবের চাওয়াতেই কি সরে গেলেন নাফিস ইকবাল?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪০

দীর্ঘদিন ধরে জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল। তামিমের বড় ভাই হলেও নাফিসের আলাদা পরিচয় ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সঙ্গে খেলেছিলেন। খেলোয়াড়ী জীবন শেষ করে কিছুদিন কোচ, তারপর ম্যানেজার হিসেবে দায়িত্বও পালন করছিলেন তিনি। সবকিছু ঠিক থাকলে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ দলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সাকিবের চাওয়ায় শেষ পর্যন্ত সরে যেতে হলো নাফিস ইকবালকে। 

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালে দলের সঙ্গেই ছিলেন ম্যানেজার নাফিস। তবে বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে বাসায় চলে যান সাবেক এই ক্রিকেটার। যাওয়ার আগে নিজের দায়িত্ব অন্য একজনকে বুঝিয়ে দিয়েছেন। বিসিবির তরফ থেকে নাফিসের চলে যাওয়ার কারণ সম্পর্কে জানা যায়নি। তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে নাফিস ইকবাল ম্যানেজারের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন।  

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নাফিস ইকবাল নিজেই। তবে দল ছেড়ে চলে যাওয়া এবং ভারতে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কী কারণে চলে গেছেন সেই ব্যাপারে কথা বলেননি তিনি।

শুধু এই ম্যাচেই নয়, তিনি থাকছেন না বাংলাদেশের বিশ্বকাপ দলের সঙ্গেও। সোমবার দুপুরের পর থেকেই বাংলাদেশের ক্রিকেটে কালো মেঘ জমে উঠে। আনফিট অবস্থায় তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে নিতে চান না সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই নিয়ে মধ্যরাতে গুলশানের বাসায় বৈঠক করেন তারা। তামিমের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলেও সেটি মধ্যরাতের মিটিংয়েই কিনা- নিশ্চিত নয়। 

এদিকে নাফিসের সব কিছু ঠিকঠাকই ছিল। আগের দিন শান্তকে নিয়ে সংবাদ সম্মেলনেও এসেছিলেন। মঙ্গলবার ম্যাচে নিজের দায়িত্বও পালন করছিলেন। কিন্তু ম্যাচের মাঝপথে অনাকাঙ্ক্ষিত কোনও এক ঘটনায় তিনি দল ছেড়ে যেতে বাধ্য হন। সেই ঘটনা কি সেটি জানা না গেলেও এতটুকু নিশ্চিত হওয়া গেছে সাকিব চাচ্ছেন না তামিমের বড় ভাই টিম ম্যানেজার হিসেবে ভারত সফর করুক। মূলত তামিমের বড় ভাই নাফিস বিশ্বকাপের অংশ হলে সাকিবের জন্য বিষয়টি অস্বস্তিকর হতে পারে। এই ভাবনা থেকেও নাফিসকে ম্যানেজার হিসেবে দেখতে চাননি সাকিব! এটি জানার পরই নাফিস ড্রেসিংরুম ত্যাগ করে বাসায় চলে গেছেন।

সবকিছু ঠিক থাকলে বুধবার বিকাল ৪ টায় ভারতের গুয়াহাটির উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে উত্তাপ ছড়াচ্ছে তামিম-সাকিব দ্বন্দ্ব। সঙ্গে নতুন করে আলোচনায় আসলেন নাফিস ইকবাল।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সাকিব আমার কথা শুনলে এখন রাজপথে বিচরণ করতো: মেজর হাফিজ
সাকিব কীভাবে একটি ‘বাজে’ দলে যোগ দিলেন, প্রশ্ন প্রেস সচিবের
যদি নিরাপত্তা নিশ্চিত করা হয়, দেশে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত: সাকিব 
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ