X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

৪২৭ রান করে আর্জেন্টিনার বিশ্ব রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৩, ১৫:২৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৫:২৬

ফুটবল বিশ্বে আর্জেন্টিনা বেশ পরিচিত হলেও গত কয়েক বছর ধরে ক্রিকেটেও শোনা যাচ্ছে দেশটির নাম। আর শুরুর দিকেই তারা গড়ে ফেললো বিশ্ব রেকর্ড। চিলি নারী ক্রিকেট দলের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪২৭ রানের রেকর্ড গড়ে আর্জেন্টিনা। এমন রেকর্ড গড়ে সাড়া ফেলে দিয়েছে ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সদস্য দেশগুলোর বিশ ওভারের ম্যাচকে আইসিসি আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতি দেওয়ার পর থেকে নিয়মিত দেখা মিলছে বিস্ময়কর সব ঘটনা, রেকর্ডের। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার হয়েছে চারশ রান! সেটিই আবার করেছে আর্জেন্টিনার মেয়েরা।

আর্জেন্টিনার প্রাণোচ্ছ্বল শহর বুয়েন্স আয়ার্সে শুক্রবার ২০ ওভারে স্রেফ ১ উইকেট হারিয়ে ৪২৭ রান করেছে আর্জেন্টিনা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড। গত বছরের মার্চে সৌদি আরবের মেয়েদের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রান করেছিল বাহরাইন। দেড় বছরের মাথায় সেই রেকর্ড ভেঙে দিল দক্ষিণ আমেরিকার দেশটি। পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩১৪ রানের রেকর্ড নেপালের।

শুধু সর্বোচ্চ রানের রেকর্ড হয়নি। এই ম্যাচটিতে অদ্ভুত অনেক কীর্তি আছে। ম্যাচে ৬৪টি নো বল করেছে চিলি। সব মিলিয়ে অতিরিক্ত থেকে দিয়েছে ৭৩ রান। নারী, পুরুষ উভয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটিই বিশ্ব রেকর্ড।

এই ম্যাচে আর্জেন্টিনার দুই ওপেনারই করেছেন সেঞ্চুরি। লুসিয়া টেলর ৮৪ বলে খেলেন ১৬৯ রানের ইনিংস। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আরেক ওপেনার আলবার্তিনা গালান ৮৪ বলে খেলেন ১৪৫ রানের ইনিংস। দুজনের উদ্বোধনী জুটিতে এসেছে ৩৫০ রান। যে কোনও উইকেটে এটিই সর্বোচ্চ জুটি। ২০১৯ সালে ফিলিপিন্সের বিপক্ষে ইন্দোনেশিয়ার দুই ওপেনারের গড়া ২৫৭ রান ছিল এত দিন সর্বোচ্চ রানের জুটি।

পুরো ইনিংসে কোনও ছক্কা ছিল না। তবে ৫৭টি বাউন্ডারিতে রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। এক ইনিংসে কোনও দলের এটাই সর্বোচ্চ চারের রেকর্ড। এতদিন সৌদি আরবের বিপক্ষে বাহরাইন মেরেছিল ৫০টি চার।

শুধু তাই নয়, এক ওভারে ১৭টি নো বলসহ ৫২ রান দিয়ে রেকর্ড গড়েছেন চিলির ১৫ বছর বয়সী অভিষিক্ত পেসার ফ্লোরেন্সিয়া মার্তিনেস। 

পাশাপাশি চিলিকে ৬৩ রানে অলআউট করে আর্জেন্টিনা ৩৬৪ রানে ম্যাচ জিতেছে। রানের ব্যবধানে এটিও বিশ্ব রেকর্ড। তিনশর বেশি রানের ব্যবধানে জয়ের নজির আছে আর মাত্র একটি। সবমিলিয়ে আর্জেন্টিনা ও চিলির ম্যাচে রেকর্ডের বন্যা বয়ে গেছে।

/আরআই/এফএইচএম/

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’