X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

অভিষিক্ত আরিফের ঘূর্ণিতে ঢাকা মেট্রোর দারুণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৬:৩৩আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৬:৩৩

প্রথম শ্রেণির ক্রিকেটে আলো ছড়ালেন স্পিনার আরিফ আহমেদ। জাতীয় ক্রিকেট লিগে দুই ইনিংসে তার দারুণ বোলিংয়ে সিলেট বিভাগকে ৮৮ রানে হারিয়েছে ঢাকা মেট্রো।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ঢাকা মেট্রো। সিলেটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৮৫.২ ওভারে ২৪৩ রানে অলআউট হয়ে যায় তারা। নাঈম ইসলামের ব্যাট থেকে সর্বোচ্চ ৬৫ এবং ওপেনার সাদমান ইসলামের ব্যাট থেকে আসে ৫৬ রানের ইনিংস। সিলেটের আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, শাহনুর রহমান ও নাবিল সামাদ প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

মেট্রোকে ২৪৩ রানে অলআউট করে সিলেট ৮ রানের লিড নিতে পারে। জাকির হাসানের সেঞ্চুরি (১০৪) ও জাকের আলী অনিকের হাফ সেঞ্চুরিতে (৫৫) তারা ২৫১ রান সংগ্রহ করে। মেট্রোর আবু হায়দার রনি সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া শহিদুল ইসলাম, কাজী অনিক ইসলাম, অভিষিক্ত আরিফ আহমেদ নেন দুটি করে উইকেট।

৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি মেট্রো। সিলেটকে তারা ২০৫ রানের লক্ষ্য দিতে পারে। সর্বোচ্চ ৫৭ রান আসে মার্শাল আইয়্যুবের ব্যাট থেকে। আগের ইনিংসে ১ উইকেট নেওয়া সিলেটের রেজাউর রহমনা রাজা দ্বিতীয় ইনিংসে নেন চারটি উইকেট। এছাড়া শাহনুর রহমান তিনটি ও নাবিল সামাদ নেন দুটি উইকেট।

২০৫ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ঘরের মাঠে সিলেটের ব্যাটাররা এবার অভিষিক্ত আরিফের ঘূর্ণি জাদুতে খেই হারান। ৪৮ ওভারে ১১৬ রানে অলআউট হয় সিলেট। সর্বোচ্চ ২৯ রান আসে জাকের আলী অনিকের ব্যাট থেকে। দলটিকে অল্পতে অলআউট করে ৮৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা মেট্রো। বাঁহাতি স্পিনার আরিফ একাই নিয়েছেন ৫ উইকেট। ১৯ ওভারে মাত্র ৪৩ রান দিয়ে নিজের অভিষিক্ত প্রথম শ্রেণির ম্যাচেই ফাইফারের কীর্তি গড়েছেন আরিফ। এর আগে ২০টি লিস্ট ‘এ’ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন আরিফ। 

আরিফ ছাড়াও বাকি বোলাররা দারুণ বোলিং করেছেন। আবু হায়দার রনি নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন শহিদুল ইসলাম ও কাজী অনিক ইসলাম। দুই ইনিংস মিলিয়ে আরিফ নিয়েছেন ৭ উইকেট। বল হাতে দুই ইনিংসে ৬ উইকেট ও ব্যাট হাতে ৫১ রান করে ম্যাচসেরা হন রনি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো