এক সময় প্রতিপক্ষ ব্যাটারদের বামহাতি স্পিনে নাস্তানাবুদ করতেন বিষাণ সিং বেদি। সত্তর-আশির দশকে ছিলেন ভারতের শক্তিশালী স্পিন বিভাগের অন্যতম অস্ত্র। ২২ গজে প্রতিপক্ষকে কাবু করতে পারলেও বয়স হয়ে যাওয়ার পর শারীরিক বিভিন্ন জটিলতার সঙ্গে আর পেরে উঠেননি। লড়াই করে ৭৭ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
দিল্লিতে মৃত্যুবরণ করা বেদি গত দুই বছর ধরেই অসুস্থ ছিলেন। হয়েছে বেশ কয়েকটি সার্জারি। তার মধ্যে গত মাসে হাঁটুতেও অস্ত্রোপচার করাতে হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান রেখে গেছেন। তার মধ্যে অঙ্গদ বেদি বলিউডের প্রতিষ্ঠিত একজন অভিনেতা।
অনেকের চোখেই বেদি কিংবদন্তি বামহাতি স্পিনারদের একজন। ভারতের হয়ে ৬৭টি টেস্ট, দশটি ওয়ানডে খেলেছেন। তার ক্যারিয়ার বিস্তৃত ছিল ১৯৬৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত। অবসর ঘোষণাকালে তিনি তখন ভারতের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি ছিলেন। নিয়েছেন ২৬৬ উইকেট।
৭০’ এর দশকে ভারতের হয়ে যে স্পিন বিভাগ রাজত্ব করেছিল তার অন্যতম অস্ত্র ছিলেন বেদি। তার সঙ্গে ছিলেন এরাপল্লি প্রসন্ন ও বি চন্দ্রশেখর। ভারতের প্রথম ওয়ানডে জয়েও অবদান রেখেছেন বেদি। ১৯৭৫ সালে বিশ্বকাপে পূর্ব আফ্রিকার বিপক্ষে ১২ ওভারে ৮ মেডেনে ৬ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি।