X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নিগার সুলতানার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৩, ১৫:২২আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৫:২২

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে ব্যাট হাতে ভূমিকা রেখেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার স্বীকৃতিও পেয়েছেন আইসিসির হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে। সেখানে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তাছাড়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে আইসিসি চ্যাম্পিয়নশিপেও কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের।

মঙ্গলবার আইসিসি তাদের নতুন র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে। নিগার সিরিজ জয়ী ম্যাচে ১৮ রানে অপরাজিত থাকলেও সমতা ফেরানো ম্যাচটিতে খেলেছেন ৫৪ রানের দারুণ এক ইনিংস। শুধু তাই নয়, সুপার ওভারে গড়ানো ম্যাচটিতে তার ব্যাট থেকে আসা বাউন্ডারিতেই বাংলাদেশ জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচে দারুণ ব্যাটিংয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। যার পুরস্কার স্বরূপ ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন। লরা ডেলানির সঙ্গে ৪৮৮ পয়েন্ট নিয়ে তার অবস্থান ২৮তম স্থানে।

এছাড়া আগের মতোই বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে থাকা ক্রিকেটারদের তালিকাতে আছেন ফারহানা হক পিংকি। আগে ১৮ নম্বরে থাকলেও এই মুহূর্তে দুই ধাপ এগিয়ে তার অবস্থান ১৬ নম্বরে। তিন ম্যাচের মধ্যে তৃতীয় ওয়ানডেতে প্রবল চাপের মাঝে ৬২ রানের ইনিংসে খেলে দলের জয়ে অবদান রেখেছেন পিংকি। এছাড়া দ্বিতীয় ম্যাচেও তার ব্যাট থেকে আসে ৪০ রানের ইনিংস। বর্তমানে ৫৭৫ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটার তিনিই। 

এই সিরিজে বোলারদের র‌্যাঙ্কিয়ে পাকিস্তানের যথেষ্ট উন্নতি হয়েছে। বাংলাদেশের বিপক্ষে বোলিং করে ১৩তম স্থানে উঠেছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নাশরা সুন্ধু। তার সতীর্থ সাদিয়া ইকবাল ১০ ধাপ এগিয়ে ৩৪ তম অবস্থানে আছেন। তবে বাংলাদেশের দুই বোলার ফাহিমা খাতুন ৮ ও রাবেয়া খান ১০ ধাপ নেমে গেছেন। 

২০২৫ সালে ভারতে বসবে মেয়েদের বিশ্বকাপ। ওই টুর্নামেন্টে স্বাগতিক ভারত বাদে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের টেবিলের শীর্ষ পাঁচটি দল সরাসরি খেলবে। এই কারণে দ্বিপাক্ষিক সিরিজগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবার পাকিস্তানকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ কিছু পয়েন্ট অর্জন করলেও র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়নি। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন আট নস্বরে। বাংলাদেশের নিচে আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
নারী ইমার্জিং ওয়ানডে সিরিজদক্ষিণ আফ্রিকার কাছে হেরে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
র‍্যাঙ্কিংয়ে উন্নতি নাহিদা, শারমিন ও রিতুর
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ