X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নিগার সুলতানার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৩, ১৫:২২আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৫:২২

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে ব্যাট হাতে ভূমিকা রেখেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার স্বীকৃতিও পেয়েছেন আইসিসির হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে। সেখানে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তাছাড়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে আইসিসি চ্যাম্পিয়নশিপেও কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের।

মঙ্গলবার আইসিসি তাদের নতুন র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে। নিগার সিরিজ জয়ী ম্যাচে ১৮ রানে অপরাজিত থাকলেও সমতা ফেরানো ম্যাচটিতে খেলেছেন ৫৪ রানের দারুণ এক ইনিংস। শুধু তাই নয়, সুপার ওভারে গড়ানো ম্যাচটিতে তার ব্যাট থেকে আসা বাউন্ডারিতেই বাংলাদেশ জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচে দারুণ ব্যাটিংয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। যার পুরস্কার স্বরূপ ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন। লরা ডেলানির সঙ্গে ৪৮৮ পয়েন্ট নিয়ে তার অবস্থান ২৮তম স্থানে।

এছাড়া আগের মতোই বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে থাকা ক্রিকেটারদের তালিকাতে আছেন ফারহানা হক পিংকি। আগে ১৮ নম্বরে থাকলেও এই মুহূর্তে দুই ধাপ এগিয়ে তার অবস্থান ১৬ নম্বরে। তিন ম্যাচের মধ্যে তৃতীয় ওয়ানডেতে প্রবল চাপের মাঝে ৬২ রানের ইনিংসে খেলে দলের জয়ে অবদান রেখেছেন পিংকি। এছাড়া দ্বিতীয় ম্যাচেও তার ব্যাট থেকে আসে ৪০ রানের ইনিংস। বর্তমানে ৫৭৫ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটার তিনিই। 

এই সিরিজে বোলারদের র‌্যাঙ্কিয়ে পাকিস্তানের যথেষ্ট উন্নতি হয়েছে। বাংলাদেশের বিপক্ষে বোলিং করে ১৩তম স্থানে উঠেছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নাশরা সুন্ধু। তার সতীর্থ সাদিয়া ইকবাল ১০ ধাপ এগিয়ে ৩৪ তম অবস্থানে আছেন। তবে বাংলাদেশের দুই বোলার ফাহিমা খাতুন ৮ ও রাবেয়া খান ১০ ধাপ নেমে গেছেন। 

২০২৫ সালে ভারতে বসবে মেয়েদের বিশ্বকাপ। ওই টুর্নামেন্টে স্বাগতিক ভারত বাদে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের টেবিলের শীর্ষ পাঁচটি দল সরাসরি খেলবে। এই কারণে দ্বিপাক্ষিক সিরিজগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবার পাকিস্তানকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ কিছু পয়েন্ট অর্জন করলেও র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়নি। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন আট নস্বরে। বাংলাদেশের নিচে আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
দুই ম্যাচ আগেই ভারতের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ
সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১১৮ রান
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
সর্বশেষ খবর
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ