X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

জয়ের কণ্ঠে সন্তুষ্টির পাশাপাশি ফুটে উঠলো আক্ষেপও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৩, ২০:৫৯আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২০:৫৯

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির খুব কাছেই ছিলেন মাহমুদুল হাসান জয়। শেষ পর্যন্ত ৮৬ রানে আক্ষেপ নিয়ে আউট হয়েছেন। তরুণ ওপেনারের সেঞ্চুরির আক্ষেপ থাকলেও দলে অবদান রাখতে পেরে সন্তুষ্টি ঝরেছে তার কণ্ঠে। মঙ্গলবার প্রথম দিনের খেলা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তরুণ এই টপ অর্ডার ব্যাটার।

মঙ্গলবার ১৪ রানের জন্য শান্ত সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ফেরার আগে ১৬৬ বলে ১১ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি।

সেঞ্চুরি না পেলেও শান্ত এবং মুমিনুলের সঙ্গে দারুণ দুটি জুটি গড়ে দলের স্কোরকে ৩০০ রানে পৌঁছাতে অবদান রেখেছেন। দিন শেষে কিছুটা আক্ষেপ থাকলেও মনের মধ্যে সন্তুষ্টিও কাজ করছে জয়ের, ‘আমার বড় ইনিংস করার সুযোগ ছিল। দুর্ভাগ্যবশত মিস করে ফেলছি। সবাই মোটামুটি ভালো শুরু করছিল। কিন্তু ইনিংসটা বিল্ড আপ করতে পারেনি; যা আক্ষেপের ব্যাপার। আরেকটা ব্যাপার হলো আমাদের স্কোরবোর্ডে ৩০০ রান আছে। এখনও একটা ভালো পজিশনে আছি।’

সেঞ্চুরি মিস হওয়া নিয়ে জয় আরও বলেছেন, ‘ওপেনার হিসেবে আমার প্রতিদিন সুযোগ আসে না সেট হওয়ার। একটা ইনিংসে আমি মিস করছি। ইনশাল্লাহ চেষ্টা করবো যে সামনে আরও ভালো করতে।’

সাড়ে তিনশ প্লাস রানের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছিল। প্রথম দিন শেষে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১০ রান। বাকি এক উইকেটে নতুন দিনে বাংলাদেশ কতদূর যেতে পারবে, সেটাই এখন দেখার। তার পরেও এই স্কোর নিয়ে জয় আত্মবিশ্বাসী। কারণ, ‘আমাদের পরিকল্পনা ছিল ৩৫০-৩৮০ রান করার। এই রানটা হলে খুব ভালো হবে। এখন চেষ্টা করবো, আমাদের যে কোয়ালিটি স্পিনার আছে ওই রানের মধ্যে আটকে রাখতে। ভালো জায়গায় বোলিং করতে পারলে ওদের কম রানে অলআউট করা যাবে।’

প্রায় সব ব্যাটারই দারুণ শুরু পেয়েছিলেন। কিন্তু ইনিংসটা লম্বা করতে পারেনি। কেন এমন অবস্থা এর ব্যাখ্যায় জয় বলেছেন, ‘আপনি যদি নিজের ডিফেন্সের ওপর বিশ্বাস করেন… শান্ত ভাই তার ন্যাচারালে ছিল, আমি আমার ন্যাচারালে ছিলাম। সোহান ভাই সোহান ভাইয়ের ন্যাচারালে ছিল, সো একেক জনের গেম প্ল্যান একেক রকম ছিল।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
হার দিয়ে বছর শেষ হলো বাংলাদেশের
তৃতীয় টি-টোয়েন্টিবৃষ্টি আইনে বাংলাদেশকে হারিয়ে সিরিজ ড্র নিউজিল্যান্ডের
শেষ টি-টোয়েন্টিতে নিজেদের ভালো সুযোগ দেখছেন হৃদয় 
সর্বশেষ খবর
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ