X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ম্যাক্সওয়েল ম্যাজিকে জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ২৩:৩২আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৯:০৯

বিশ্বকাপেই দেখা গেছে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং বীরত্ব। চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের বিপক্ষে উপহার দিলেন আরেকটি ম্যাক্সওয়েল ম্যাজিক। এবার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে তার বারুদে ব্যাটিংয়ে ৫ উইকেটে জিতেছে অজি দল। তাতে ৫ ম্যাচের সিরিজে (২-১) টিকে থাকলো সফরকারীরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দল রানের পাহাড় গড়েছিল। খর্বশক্তির দল নিয়েও জমা করে ২২২ রান। জবাবে অস্ট্রেলিয়া জন্ম দিয়েছে স্নায়ুক্ষয়ী ম্যাচের। শেষ ৩০ বলে প্রয়োজন ছিল ৭৮ রানের। এমন অবস্থাতে থাকার পরেও অজিরা অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতেছে ম্যাক্সওয়েল থাকার কারণে। একপ্রান্তে বিস্ফোরক ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রাখেন তিনি। ম্যাক্সওয়েলের বেধড়ক পিটুনিতে শেষ ৬ বলে সমীকরণ দাঁড়ায় ২১ রানে। ম্যাথু ওয়েডও তখন যোগ্য সঙ্গ দিয়েছেন তাকে। শেষ ওভারের প্রথম বলে একটি চার, পরের বলে সিঙ্গেল নিয়ে ম্যাক্সওয়েলকে স্ট্রাইক দিলে তিনি একটি ছয় আর দুটি চারে জয় নিশ্চিত করেন। ঝড়ো সমাপ্তিতে ম্যাক্সওয়েল ৪৭ বলে তুলে নেন সেঞ্চুরি। তাতে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির (৪) তালিকায় রোহিত শর্মাকেও ছুঁয়েছেন অজি ব্যাটার। শেষ পর্যন্ত ৪৮ বলে ১০৪ রানে অপরাজিত থেকেছেন ম্যাক্সওয়েল। তার ম্যাচসেরা ইনিংসে ছিল ৮টি চার ও ৮টি ছয়ের মার।

২২৩ রানের জবাবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে সব কিছু নিয়ন্ত্রণে রাখে অজি দল। ৪৭ রানে অ্যারন হার্ডির (১৬) বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। তার পর দ্রুত সময়ে আরও দুই উইকেট হারিয়ে ছন্দ হারিয়ে ফেলার মতো উপক্রম হয়েছিল তাদের। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মতো অবস্থায় যেতে অবদান রাখেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস। স্টয়নিস (১৭) ফিরলেও ম্যাক্সওয়েল শেষ পর্যন্ত একাই ম্যাচটা বের করে নিয়েছেন।  

ভারতের হয়ে ৩২ রানে দুটি উইকেট নিয়েছেন রবি বিষ্ণয়। একটি করে নিয়েছেন আরশদীপ সিং, আবেশ খান ও অক্ষর প্যাটেল। ম্যাক্সওয়েল ম্যাজিকে কিছু লজ্জার রেকর্ডের সঙ্গীও হয়েছে ভারতীয় দল। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান হজম করা বোলার এখন প্রসিদ্ধ কৃষ্ণা। ৪ ওভারে ৬৮ রান দিয়েছেন তিনি।  

গুয়াহাটিতে শুরুতে টস জিতেও ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। সেই সুযোগটা ভালো মতোই কাজে লাগায় স্বাগতিক দল। ৩ উইকেট হারিয়ে তুলেছে ২২২ রান। 

ভারত টানা তিন ম্যাচে দুইশ প্লাস স্কোরের দেখা পেয়েছে। যার পেছনে মূল অবদান ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের। ৫৭ বলে ১২৩* রানের বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছেন তিনি। চতুর্থ উইকেটে রুতুরাজ গায়কোয়াড় ও তিলক বর্মা মিলে রেকর্ড ১৪১ রানের পার্টনারশিপ গড়েছেন। যা চতুর্থ উইকেটে টি-টোয়েন্টিতে ভারতের রেকর্ড সর্বোচ্চ।  

রুতুরাজের ইনিংসে ছিল ১৩টি চার ও ৭টি ছয়ের মার। তিলক বর্মা ২৪ বলে ৩১* রান করেছেন। তার আগে সূর্যকুমার ফেরার আগে ২৯ বলে করেছেন ৩৯ রান।       

অজিদের হয়ে একটি করে উইকেট কেন রিচার্ডসন, জেসন বেহরেনড্রফ ও অ্যারন হার্ডি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ