X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

রাজকীয় অভিষেকের পর যা বললেন শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৬

বয়সভিত্তিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আগেই ছিল নাজমুল হোসেন শান্তর। ছিল জাতীয় দলের অভিজ্ঞতা। তার পর অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনটি ওয়ানডেতেও। সেই তিন ম্যাচেই বাংলাদেশ দল হারের স্বাদ পেয়েছিল। সিলেট টেস্ট দিয়ে অধিনায়কত্বের অভিষেক হয়ে গেলো লাল বলের ক্রিকেটেও। তাতে ক্রিকেটের অভিজাত সংস্করণে শান্তর নেতৃত্বের শুরুটা হলো রাজকীয় ভঙ্গিতে। শনিবার নিউজিল্যান্ডকে হারিয়ে ১৫০ রানের স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে এর আগে ঘরের মাঠে সাফল্য পেলেও বাংলাদেশ কখনও টেস্ট জেতেনি। শনিবার সেই আক্ষেপও দূর করেছে স্বাগতিকরা। এই ম্যাচে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছেন শান্ত। এর বাইরে কৌশল, বোলিং পরিবর্তন, রিভিউ- সবকিছুতে তরুণ অধিনায়কের ভূমিকা ছিল প্রশংসিত। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শান্ত তাই বলেছেন, ‘ভালো লাগছে, ভীষণ খুশি। যেরকম চিন্তা করে এসেছিলাম, পরিকল্পনা করেছি, প্রথম টেস্ট ম্যাচ ছিল অধিনায়ক হিসেবে। সব মিলিয়ে যদি চিন্তা করি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় খুব ভালো একটা ম্যাচ খেলেছি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে এ রকম জয়; খুবই আনন্দিত।’

এই জয়ে দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন শান্ত। গণমাধ্যমকে আরও বলেছেন, ‘আমি খুবই পরিষ্কার ছিলাম। কাউকে মোটিভেট করার জন্য বলিনি। কথাটা বোঝাতে চেয়েছিলাম যে এই সিরিজটা জিততে পারি এবং জেতার জন্যই আমরা খেলবো। এই বিশ্বাসটা শুধু আমার মধ্যে ছিল তা নয়, প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে ছিল। যখন দেখেছি প্রত্যেক খেলোয়াড় ওভাবে চিন্তা করছে, তখনই আমার মধ্যে বিশ্বাসটা আসছে যে যেটা চিন্তা করেছি, সবাই একই চিন্তা করছে। এখান থেকে জেতা যে সম্ভব, এই বিশ্বাসটা আমরা তখনই অর্জন করেছি।’

৬ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই জয়ের রেশ কাটতে না কাটতে সতীর্থদের প্রতি আরও পাঁচটি দিন কঠোর পরিশ্রমের আহ্বান জানিয়েছেন নতুন এই অধিনায়ক, ‘আমাদের কন্ডিশনে খেলা হচ্ছে। যে বোলিং আক্রমণ, ব্যাটিংয়ে যে শক্তির জায়গা আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনটা আলাদা আলাদা করে যেমন শক্তি আছে, আমার কাছে মনে হয়েছে সিরিজটা জেতা সম্ভব। যদিও একটা ম্যাচ বাকি, অর্ধেক কাজ হয়েছে। পরের ম্যাচে গিয়েই জিতে যাবো- ব্যাপারটা এ রকম হবে না। আবার ওই পাঁচ দিন কষ্ট করা লাগবে। আশা করবো যে, পরের ম্যাচে কীভাবে আরও উন্নতি করে জিততে পারি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
হার দিয়ে বছর শেষ হলো বাংলাদেশের
তৃতীয় টি-টোয়েন্টিবৃষ্টি আইনে বাংলাদেশকে হারিয়ে সিরিজ ড্র নিউজিল্যান্ডের
শেষ টি-টোয়েন্টিতে নিজেদের ভালো সুযোগ দেখছেন হৃদয় 
সর্বশেষ খবর
পাকিস্তান সফরের জন্য আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড জানে: সালাউদ্দিন
পাকিস্তান সফরের জন্য আমরা প্রস্তুত, বাকিটা বোর্ড জানে: সালাউদ্দিন
যশোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আহত ২
যশোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে আহত ২
‘বকেয়া ট্যাক্স না দিলে সিটি করপোরেশনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে বিরক্ত করবে’
‘বকেয়া ট্যাক্স না দিলে সিটি করপোরেশনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে বিরক্ত করবে’
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে